X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

‘রমজানে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৫, ২০:৫৪আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২০:৫৪

সরকারি সেবা সম্পর্কে সব সময় সর্বসাধারণের একটা নেতিবাচক ধারণা থাকে। এবারই প্রথম সরকারের প্রতি সাধারণ জনগণের ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি পবিত্র মাহে রমজানে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) ডেসকো'র ট্রেনিং বিল্ডিংয়ে ঈদ পুনর্মিলনী এবং আসন্ন গ্রীষ্ম মোকাবিলায় মতবিনিময় সভায় এসব কথা বলেন ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি এ জন্য বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ বিদ্যুৎ বিভাগের নীতি নির্ধারণী পর্যায় থেকে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।

এদিন ডেসকো’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন ডেসকো'র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ (অবসরপ্রাপ্ত)। তিনি বলেন, ‘সরকারের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম লোডশেডিংমুক্ত পবিত্র রমজান মাস পার করতে পেরেছি। গ্রীষ্মকালীন চ্যালেঞ্জ আমরা একইভাবে মোকাবিলা করতে প্রস্তুত এবং আগামী দিনে চেয়ারম্যান মহোদয়ের সুনির্দিষ্ট দিকনির্দেশনা কামনা করছি।’

সভায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এবং গ্রাহকসেবার মানোন্নয়নে ডেসকো’র নেওয়া পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। ডেসকো'র কর্মকর্তাদের কাছ থেকে সুনির্দিষ্ট পরামর্শ নেওয়া হয়। গ্রাহকসেবার মানোন্নয়নে স্বতঃস্ফূর্ত এই সভার সব পরামর্শকে আমলে নিয়ে আগামী দিনের, বিশেষ করে গ্রীষ্মকালীন কর্মপরিকল্পনা করার নির্দেশনা দেন মুহাম্মদ রফিকুল ইসলাম। সরকারের একজন কর্মী হিসেবে তিনি সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং রমজানের মতো কোয়ালিটি বিদ্যুৎ সেবা প্রদান অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের আহ্বান জানান।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
উৎপাদনে আদানির দুটি ইউনিটই, আসছে প্রায় ১৪০০ মেগাওয়াট বিদ্যুৎ
গ্রাম ও শহরে বৈষম্যহীন বিদ্যুৎ সরবরাহের প্রশ্নে হাইকোর্টের রুল
আমিনবাজারের পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৫)
খামারে আগুন, পুড়ে মারা গেছে ৫০ হাজার মুরগি
খামারে আগুন, পুড়ে মারা গেছে ৫০ হাজার মুরগি
সুন্দরবনের দস্যু করিম শরিফ বাহিনীর দুই সহযোগী অস্ত্রসহ আটক
সুন্দরবনের দস্যু করিম শরিফ বাহিনীর দুই সহযোগী অস্ত্রসহ আটক
কুষ্টিয়া সীমান্তে ফেনসিডিলসহ ৩ ভারতীয় মাদক কারবারি আটক
কুষ্টিয়া সীমান্তে ফেনসিডিলসহ ৩ ভারতীয় মাদক কারবারি আটক
সর্বাধিক পঠিত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা