X
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
২০ আষাঢ় ১৪৩১

এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৪, ১৬:০৩আপডেট : ০২ জুলাই ২০২৪, ১৭:১৪

বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একইসঙ্গে বেড়েছে অটোগ্যাসের দামও। জুলাই মাসের জন্য নির্ধারিত এই দাম মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

প্রসঙ্গত, জুন মাসে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৯৩ টাকা থেকে ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা করা হয়। এর আগে এপ্রিল মাসে দাম ছিল ১ হাজার ৪৪২ টাকা। মে মাসে ছিল ১ হাজার ৩৯৩ টাকা।

মঙ্গলবার (২ জুলাই) নতুন দাম ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, আবুল খায়ের মো. আমিনুর রহমান, ড. মো. হেলাল উদ্দিন।

সংবাদ সম্মেলনে বলা হয়, জুলাই মাসের জন্য সৌদি কোম্পানি আরামকো থেকে প্রোপেন ও বিউটেনের সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সিপি) যথাক্রমে প্রতি মেট্রিক টন ৫৮০ মার্কিন ডলার এবং ৫৬৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, প্রতি মেট্রিক টন এলএনজির দাম ৫৭০ দশমিক ২৫ মার্কিন ডলার বিবেচনায় জুন মাসের জন্য দেশে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের এই দাম সমন্বয় করা হয়েছে।

প্রসঙ্গত, এলপিজি হচ্ছে পেট্রোলিয়াম উপজাত প্রোপেন ও বিউটেনের সংমিশ্রণ। এটি ১০ থেকে ১৫ বার চাপ দিয়ে তরল গ্যাসে রূপান্তর করা হয়। সাধারণ তাপমাত্রায় এটি গ্যাসীয় পদার্থে পরিণত হয়।

শুধু ১২ কেজি নয়, ৫ কেজি, সাড়ে ১২ কেজি, ১৫ কেজি, ১৬ কেজি, ১৮ কেজি, ২০ কেজি, ২২ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি, ৩৩ কেজি, ৩৫ কেজি ও ৪৫ কেজি এলপিজি সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে।

এদিকে বাসাবাড়িতে ব্যবহৃত রেটিকুলেটেড পদ্ধতির এলপিজির দাম (তরল অবস্থায়) জুলাই মাসের জন্য কেজিপ্রতি ১০৯ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ১১০  টাকা শূন্য ৩ পয়সা  নির্ধারণ করা হয়েছে। অপরদিকে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা মে মাসে ছিল ৬৩ টাকা ৯২ পয়সা এবং এপ্রিলে ছিল ৬৬ টাকা ২১ পয়সা।

/এসএনএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না
আদানির দুই ইউনিটই চালু, আসছে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ
আদানির এক ইউনিট চালু, ৭০২ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে
সর্বশেষ খবর
কম দরপত্রে নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ চলছে
সংসদীয় কমিটিকে শিক্ষা মন্ত্রণালয়কম দরপত্রে নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ চলছে
আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ কখন, দেখবেন কোথায়?
আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ কখন, দেখবেন কোথায়?
ধর্মঘট ডেকে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা
ধর্মঘট ডেকে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা
কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?
কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে যে ৭ লক্ষণ প্রকাশ পায়
ভিটামিন ডি কমে গেলে যে ৭ লক্ষণ প্রকাশ পায়
আদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
আলোচিত সাব্বির হত্যাকাণ্ডআদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন
প্রথম দ্বিপক্ষীয় সফরে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা চায় বাংলাদেশ
প্রথম দ্বিপক্ষীয় সফরে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা চায় বাংলাদেশ