X
বুধবার, ০৩ জুলাই ২০২৪
১৯ আষাঢ় ১৪৩১

‘নো হেলমেট নো ফুয়েল’ বাস্তবায়নে যা করছে জ্বালানি বিভাগ

সঞ্চিতা সীতু
০৯ জুন ২০২৪, ২৩:৫৯আপডেট : ০৯ জুন ২০২৪, ২৩:৫৯

হেলমেট না থাকলে তেল দেবে না পেট্রোল পাম্প। তেল বিতরণ কোম্পানিগুলোর তরফে পেট্রোল পাম্পের মালিকদের এমন নির্দেশ সংবলিত চিঠি দিয়েছে জ্বালানি বিভাগ। গত মে মাস থেকেই সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা হয় ‘নো হেলমেট, নো ফুয়েল’ নির্দেশনা। তবে সেই নির্দেশনা যাতে পেট্রোল পাম্প মালিকরা মেনে চলে তার ব্যবস্থা করছে জ্বালানি বিভাগ।

সংশ্লিষ্ট সূত্র বলছে, ঈদ সামনে রেখে অনেকে মোটরবাইকে গ্রামের বাড়িতে যান। প্রতিবার ঈদে যেসব সড়ক দুর্ঘটনা ঘটে, তার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যাই বেশি। রাজধানী ঢাকায় মোটরসাইকেল চালকরা ট্রাফিক পুলিশের কড়াকড়ির কারণে হেলমেট ব্যবহার করলেও সড়ক-মহাসড়কে চালকদের হেলমেট ব্যবহার করতে দেখা যায় কমই। বিশেষ করে মোটরসাইকেলে দুজন আরোহী থাকলে চালক হেলমেট ব্যবহার করলেও বেশিরভাগ ক্ষেত্রে তার পেছনের যাত্রীর মাথায় হেলমেট থাকে না।

সারা দেশে দ্রুত চলাচলের মাধ্যম হিসেবে মোটরসাইকেল জনপ্রিয় হলেও দুর্ঘটনার দিক দিয়ে এটি এগিয়ে রয়েছে। দেশের তরুণ সমাজের একটি বড় অংশই মোটরসাইকেল ব্যবহার করে। রাজধানী ঢাকার বাইরে সাম্প্রতিক বছরগুলোতে মোটরসাইকেলের ব্যবহার বেড়েছে কয়েকগুণ।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের তথ্য বলছে, গত রোজার ঈদে বরাবরের মতো সড়ক দুর্ঘটনার শীর্ষে ছিল মোটরসাইকেল। ২০২৪ সালের ঈদযাত্রায় ১৯৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৫ জন নিহত ও ২৪০ জন আহত হয়েছেন। যা মোট সড়ক দুর্ঘটনার ৪৯ দশমিক ৬২ শতাংশ, নিহতদের হিসাবে ৪০ দশমিক ৫৪ শতাংশ এবং আহত ৩০ দশমিক ৩৭ শতাংশ প্রায়।

গত ৫ জুন জ্বালানি বিভাগের একজন উপসচিবের সই করা নির্দেশনা সংবলিত চিঠিতে বলা হয়েছে—সড়ক পরিবহন আইন, ২০০৬-এর ধারা ১২৪-এর ক্ষমতাবলে মোটরসাইকেলের চালক ও সহযাত্রীদের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ২০ মে ‘নো হেলমেট, নো ফুয়েল’ নির্দেশনা জারি করে। এতে বলা হয়, মোটরসাইকেলের চালক ও ফিলিং স্টেশনের মালিকরা এই নির্দেশনা অনুসরণ করবেন। অন্যথায়, আইন প্রয়োগকারী সংস্থা নির্দেশ অমান্যকারী সংশ্লিষ্টদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৬-এর ৯২(১) ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জ্বালানি বিভাগের উপসচিবের সই করা চিঠিতে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ১২৪-এর ক্ষমতাবলে মোটরসাইকেলের চালক ও সহযাত্রীদের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা ‘নো হেলমেট, নো ফুয়েল’ প্রজ্ঞাপনের বিষয়ে জ্বালানি তেল বিপণন কোম্পানিসহ ফিলিং স্টেশনের মালিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে জ্বালানি বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এরইমধ্যে বিষয়টি খতিয়ে দেখেছি। রাজধানী ঢাকাতে এ নির্দেশনা প্রতিপালিত হলেও ঢাকার বাইরে হচ্ছে না।’ তিনি বলেন, ‘গ্রামগঞ্জে সবখানেই মোটরসাইকেলের ব্যবহার দিন দিন বাড়ছে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে জ্বালানি বিভাগ কঠোর হয়েছে। যেসব পাম্প থেকে জ্বালানি তেল নেওয়া হচ্ছে, সেখানে এখন থেকে হেলমেট ছাড়া আর তেল কেনা যাবে না।’

প্রসঙ্গত, ‘নো হেলমেট নো ফুয়েল’ নির্দেশনা জারি করে সড়ক ও সেতু মন্ত্রণালয়। কিন্তু বিষয়টি জ্বালানি সংশ্লিষ্ট হওয়ায় এখন জ্বালানি বিভাগ এই নির্দেশনা বাস্তবায়ন করতে সক্রিয় হয়েছে বলে জানা গেছে।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সংসদে প্রধানমন্ত্রী২০৩৫ সালে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হবে হাইড্রোজেন জ্বালানি
পল্লীবিদ্যুতের খুঁটিবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, সুপারভাইজারসহ দুজন নিহত
তারেক মাসুদের পরিবারকে ক্ষতিপূরণের বিষয়ে আপিল শুনানি ৯ জুলাই
সর্বশেষ খবর
বিচারকের আদেশ জালিয়াতি: সিএমএম আদালতের বেঞ্চ সহকারী আটক
বিচারকের আদেশ জালিয়াতি: সিএমএম আদালতের বেঞ্চ সহকারী আটক
‘ছাগলকাণ্ডের’ মতো সন্তানদের ভোগবাদী না বানানোর পরামর্শ শিক্ষামন্ত্রীর
‘ছাগলকাণ্ডের’ মতো সন্তানদের ভোগবাদী না বানানোর পরামর্শ শিক্ষামন্ত্রীর
২০৩৫ সালে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হবে হাইড্রোজেন জ্বালানি
সংসদে প্রধানমন্ত্রী২০৩৫ সালে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হবে হাইড্রোজেন জ্বালানি
জমি নিয়ে বিরোধে কবিরাজকে হত্যা: চার জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
জমি নিয়ে বিরোধে কবিরাজকে হত্যা: চার জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
সর্বাধিক পঠিত
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
বিসিবির সভায় যে সিদ্ধান্ত নেওয়া হলো
বিসিবির সভায় যে সিদ্ধান্ত নেওয়া হলো
লটকন খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?
লটকন খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?
থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলো আসামি, দুই পুলিশ সদস্য বরখাস্ত
থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলো আসামি, দুই পুলিশ সদস্য বরখাস্ত
বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা, ৯ স্থানে পানি বিপদসীমার উপরে
বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা, ৯ স্থানে পানি বিপদসীমার উপরে