বকেয়া আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে সোমবার (৫ জুন) রাজধানীতে ৫৯টি সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
তিতাস জানায়, মেট্রো ঢাকা বিপণন ও রাজস্ব বিভাগ-১ এর অধিভূক্ত এলাকায় আজ বকেয়া আদায় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ সংক্রান্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে তিতাসের ২৪টি টিম অংশ নেয়।
এই বিশেষ অভিযানে মাতুয়াইল, ডেমরা, টেংরা, সারুলিয়া, বক্সনগর, কোনাপাড়া, ডগাইর এবং পাড়া ডগাইর এলাকায় মোট ৫৯টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরমধ্যে বকেয়ার কারণে ৪৩টি এবং অবৈধ কার্যকলাপের জন্য ১৬টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিতাসের মহাব্যবস্থাপক রশিদুল আলম জানান, আগামীকাল মঙ্গলবারও এই অভিযান পরিচালনা করা হবে। একই এলাকায় চলবে অভিযান।