X
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

বড়পুকুরিয়া থেকে দৈনিক ৫ হাজার টন কয়লা চায় সরকার

সঞ্চিতা সীতু
২০ মার্চ ২০২৩, ১২:০২আপডেট : ২০ মার্চ ২০২৩, ১২:০৭

দিনাজপুরের বড়পকুরিয়া কয়লা খনির উৎপাদন দৈনিক ৫ হাজার মেট্রিক টনে উত্তীর্ণ করতে চায় সরকার। এজন্য খনি কর্তৃপক্ষকে নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জ্বালানি বিভাগ সূত্র জানিয়েছে। সম্প্রতি জ্বালানি বিভাগ থেকে এই নির্দেশনা বাস্তবায়নে বড়পুকুরিয়া খনি কী করেছে, সে বিষয়ে জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ সূত্র বলছে, এখন দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা তোলা হচ্ছে। বড়পুকুরিয়া খনির উৎপাদন দৈনিক ৫ হাজার টনে উন্নীত করতে হলে দৈনিক উৎপাদন বৃদ্ধি করতে হবে ৩ হাজার ৩০০ টন।

বড়পুকুরিয়া খনির রেকর্ডপত্র ঘেঁটে দেখা গেছে, গত ডিসেম্বর মাসে খনিটি থেকে কয়লা তোলা হয়েছিল ৯৭ হাজার ৫৭৭ টন। অর্থাৎ ৩০ দিনের হিসেবে ‍যার পরিমাণ দৈনিক ৩ হাজার ২৫২ টন। গত জানুয়ারি মাসে বড়পুকুরিয়া থেকে কয়লা তোলা হয়েছে ৫৭ হাজার ১২২ টন। দৈনিক হিসেবে এই উত্তোলন লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২ হাজার টন কম।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) বর্তমান পরিস্থিতিতে প্রোডাকশন গ্যাপ কমিয়ে নতুন ফেইস ‘১৩০৭’ থেকে কাছাকাছি লক্ষ্যমাত্রায় কয়লা তোলার ক্ষেত্রে আরও কিছু উদ্যোগ নেওয়ার কথা জানায়। বড়পুকুরিয়া কয়লা খনি
গত ১৫ মার্চ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত চিঠিতে বড়পুকুরিয়া খনির কয়লা তোলার বিষয়ে অগ্রগতি জানতে চাওয়া হয়।

বড়পুকুরিয়া দেশের একমাত্র কয়লাখনি। এখান থেকে উত্তোলিত কয়লা দিয়ে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রটি চালানো হয়। এই কেন্দ্রটি কয়লার জোগানের অভাবে পূর্ণ মাত্রায় চলতে পারে না। তবে সরকারের পক্ষ থেকে খনির উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়া হলেও বড়পুকুরিয়া খনি কর্তৃপক্ষ বলছে, ভূগর্ভস্থ পদ্ধতিতে এর চাইতে বেশি কয়লা তোলা সম্ভব হয় না।

বড়পুকুরিয়া কয়লাখনির একজন সাবেক ব্যবস্থাপনা পরিচালক জানান, বড়পুকুরিয়াতে আমরা উন্মুক্ত খনি করার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছিলাম। এই খনি করার জন্য ৪ হাজার একরের বিশাল জমি অধিগ্রহণের প্রয়োজন রয়েছে। এতে করে এই অঞ্চল থেকে বিপুল পরিমাণ মানুষকে অন্যত্র সরিয়ে নিতে হবে। বিশাল এই কর্মযোগ্যের জন্য বড় অঙ্কের অর্থায়ন প্রয়োজন। তবে এ বিষয়টি এখনও সরকারের বিবেচনাধীন বলে জানান তিনি।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র

এখন বড়পুকুরিয়াতে ভূগর্ভস্থ (আন্ডারগ্রাউন্ড) পদ্ধতিতে কয়লা তোলা হয়। এতে সর্বোচ্চ ১০ ভাগ কয়লা তোলা সম্ভব হচ্ছে। বাকি ৯০ ভাগ কয়লা থেকে যাচ্ছে। জ্বালানি বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘এর আগে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এক বৈঠকে বড়পুকুরিয়া খনি থেকে দৈনিক উৎপাদন লক্ষ্য ৫ হাজার টন করার উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।’

এই বিষয়ে জানতে চাইলে মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড এক্সপ্লোরেসন ও সারফেস অপারেশন) আবু তাহের মো. নুর উজ জামান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুরনো ফেইজের কয়লা তোলার কাজ শেষ, নতুন ফেইজ চেইঞ্জ করে রেডি হয়েছে, সেখান থেকে এখনও কয়লা উত্তোলন শুরু হয়নি।’

তিনি আরও বলেন, ‘উৎপাদন বাড়াতে আন্ডারগ্রাউন্ড বাদে অন্য পদ্ধতিতে তোলার বিষয়ে বেশ কিছু প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কোনও নির্দেশনা এখনও আসেনি।’

/ইউএস/
সম্পর্কিত
কয়লা উত্তোলনে পেপার ওয়ার্কই শেষ হয় না!
জ্বালানি খাতের নীতি বিষয়ক কমিশন গঠনসহ ৭ দাবি বাপা’র
কড়ইতলী-গোবরাকুড়া স্থলবন্দরএক মাস পর কয়লা এলো ভারত থেকে
সর্বশেষ খবর
৬২ মামলার পলাতক আসামি বাচ্চু এখনও ধরাছোঁয়ার বাইরে
৬২ মামলার পলাতক আসামি বাচ্চু এখনও ধরাছোঁয়ার বাইরে
দ. কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে অপসারণ করলো আদালত
দ. কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে অপসারণ করলো আদালত
ভাড়া বেশি নেওয়ায় বরিশালে ৩ বাসের কাউন্টারে জরিমানা
ভাড়া বেশি নেওয়ায় বরিশালে ৩ বাসের কাউন্টারে জরিমানা
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হলেন পিসিবি প্রধান
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হলেন পিসিবি প্রধান
সর্বাধিক পঠিত
‘সিকান্দার’ ভরাডুবির কারণ কী?
‘সিকান্দার’ ভরাডুবির কারণ কী?
বিএনপির কাছে ২৭ আসন চাওয়ার প্রস্তুতি জাতীয়তাবাদী সমমনা জোটের
বিএনপির কাছে ২৭ আসন চাওয়ার প্রস্তুতি জাতীয়তাবাদী সমমনা জোটের
তরমুজের স্বাদ ও পুষ্টিগুণ বাড়াতে এই ৫ উপাদান মিশিয়ে নিতে পারেন
তরমুজের স্বাদ ও পুষ্টিগুণ বাড়াতে এই ৫ উপাদান মিশিয়ে নিতে পারেন
বলিভিয়ায় কথিত ‘হিন্দু রাষ্ট্র কালাশা’র ভূমি দখলের চেষ্টা নস্যাৎ
বলিভিয়ায় কথিত ‘হিন্দু রাষ্ট্র কালাশা’র ভূমি দখলের চেষ্টা নস্যাৎ
নৈশভোজের টেবিলে ইউনূস-মোদি পাশাপাশি
নৈশভোজের টেবিলে ইউনূস-মোদি পাশাপাশি