X
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

আগামী দিনে কাগজের রিটার্ন জমা নেওয়া হবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৪, ১৯:৪৮আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ২০:৫৯

আগামী দিনে কাগজের রিটার্ন জমা নেওয়া হবে না। আর এখন অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া যাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে, তাদের ম্যানুয়াল রিটার্ন গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

রবিবার (৩ নভেম্বর) রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আয়কর তথ্যসেবা মাস-২০২৪ এর উদ্বোধন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, গত ২২ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন সব সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সব তফশিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দেশের অন্য সব করদাতাকে অনলাইনে ই-রিটার্ন ও আয়কর জমা দেওয়ার জন্য উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, এ বছর এখনও পর্যন্ত প্রায় ১ লাখ ৬৭ হাজার করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। প্রতিদিন গড়ে ৮-১০ হাজার করদাতা ই-রিটার্ন সাবমিট করছেন। শেষের দিকে এটি ৫০ থেকে ১ লাখ হলেও অবাক হবো না। সর্বশেষ হিসাবে এক কোটি ৭ লাখ মানুষ ই-টিআইএন নিবন্ধন নিয়েছেন।

অনলাইনে আয়করদাতাদের তথ্য নিরাপদ থাকবে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ই-রিটার্ন সফটওয়্যার সিকিউরিটি নিয়ে সমস্যা নেই। যারা এই প্রোগ্রাম তৈরি করেছেন, তারাও দেখতে পারবে না। এক সার্কেলে কর দিলে ওই সার্কেল ছাড়া অন্য কেউ তাতে প্রবেশ করতে পারবে না। সাইবার আক্রমণের কথা বিবেচনায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমরা নিজেরাও ডাটা সংরক্ষণে রাখবো। প্রতিটি দেশেই কিন্তু ই-রিটার্ন অনলাইনে দাখিল করা হয়। এটা নিয়ে উদ্বেগের কিছু নেই। সমস্যা হলে তার সমাধানও আছে।

এনবিআর জানায়, আগামী দিনে কাগজের রিটার্ন জমা নেওয়া হবে না। করদাতাদের সেবাগ্রহণ ও রিটার্ন দাখিলের সুবিধার্থে নভেম্বর মাসব্যাপী শুরু হয়েছে আয়কর তথ্যসেবা মাস। আয়কর রাজস্ব আহরণের কেবলমাত্র অন্যতম প্রধান খাতই নয়, বরং এটি অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠারও কার্যকরী মাধ্যম। আয়করের মাধ্যমে রাজস্বের বৃহত্তম অংশ আহরণের ক্ষেত্রে সব দেশই সচেতন প্রয়াস চালায়। কর সচেতনতা বৃদ্ধি ও আরো নিবিড় আয়কর তথ্যসেবা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগ নভেম্বর মাসে বিগত অনেকগুলো বছর ধরে বিশেষ আয়কর তথ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর প্রধানতম উদ্দেশ্য হলো— কর সংস্কৃতির বিকাশ, কর সচেতনতা বৃদ্ধি এবং সম্মানিত করদাতাদের আস্থা ও বিশ্বাস অর্জন করা। করদাতা-বান্ধব কর ব্যবস্থাপনার প্রতিচ্ছবি হিসেবে কর বিভাগ বিগত অনেকগুলো বছর ধরে আয়কর তথ্যসেবা মাসে প্রয়োজনীয় আয়কর তথ্যসেবা প্রদানের ক্ষেত্রে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

এবার আয়কর মেলা আয়োজনের পরিবর্তে সব কর অঞ্চলে বিগত বছরের মতো মেলার পরিবেশে নভেম্বর মাসব্যাপী আয়কর রিটার্ন গ্রহণের জন্য সেবা দেওয়া হবে।

এনবিআর জানায়, বাংলাদেশের ৮৬৯টি সার্কেলের করদাতাদের ৪১টি কর অঞ্চলে সেবা বুথ স্থাপনের মাধ্যমে নভেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে আয়কর রিটার্ন গ্রহণের সেবা দেওয়া হবে। আয়কর তথ্যসেবা কেন্দ্রে ই-টিআইএন রেজিস্ট্রেশন, অনলাইন রিটার্ন রেজিস্ট্রেশন, অনলাইন রিটার্ন দাখিল, ই-পেমেন্ট (এ-চালান ও অন্যান্য) এর ব্যবস্থা রাখা হবে

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ঈদের খরচ আয়কর নথিতে দেখানো বাধ্যতামূলক
রাজনৈতিক দলগুলোর আয়কে করের আওতায় আনা হচ্ছে 
করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করার সুপারিশ ইআরএফের
সর্বশেষ খবর
ইউনূস-মোদির বৈঠক আশার আলো তৈরি করেছে: মির্জা ফখরুল
ইউনূস-মোদির বৈঠক আশার আলো তৈরি করেছে: মির্জা ফখরুল
ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়ার আদর্শ সময় কোনটি?
ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়ার আদর্শ সময় কোনটি?
রবীন্দ্রনাথের ম্যুরালে কালি লাগিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা
রবীন্দ্রনাথের ম্যুরালে কালি লাগিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা
ডি ব্রুইনার বিদায় ম্যানসিটির জন্য দুঃখের দিন: গার্দিওলা
ডি ব্রুইনার বিদায় ম্যানসিটির জন্য দুঃখের দিন: গার্দিওলা
সর্বাধিক পঠিত
‘অপ্রয়োজনীয় বক্তব্য’ এড়িয়ে চলতে ড. ইউনূসকে পরামর্শ দিয়েছেন মোদি: এনডিটিভি
‘অপ্রয়োজনীয় বক্তব্য’ এড়িয়ে চলতে ড. ইউনূসকে পরামর্শ দিয়েছেন মোদি: এনডিটিভি
বলিভিয়ায় কথিত ‘হিন্দু রাষ্ট্র কালাশা’র ভূমি দখলের চেষ্টা নস্যাৎ
বলিভিয়ায় কথিত ‘হিন্দু রাষ্ট্র কালাশা’র ভূমি দখলের চেষ্টা নস্যাৎ
শহীদদের জন্য দোয়া মাহফিল করতে গিয়ে জেল খেটে দেশে ফিরলেন ১০ সৌদি প্রবাসী
শহীদদের জন্য দোয়া মাহফিল করতে গিয়ে জেল খেটে দেশে ফিরলেন ১০ সৌদি প্রবাসী
নরেন্দ্র মোদির হাত থেকে গোল্ড মেডেল নেওয়ার ছবি উপহার দিলেন ড. ইউনূস
নরেন্দ্র মোদির হাত থেকে গোল্ড মেডেল নেওয়ার ছবি উপহার দিলেন ড. ইউনূস
বিএনপির কাছে ২৭ আসন চাওয়ার প্রস্তুতি জাতীয়তাবাদী সমমনা জোটের
বিএনপির কাছে ২৭ আসন চাওয়ার প্রস্তুতি জাতীয়তাবাদী সমমনা জোটের