X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

৯০ হাজার টন সার কেনার অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৩, ১৭:১৩আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১৭:১৩

সরকার ৯০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে এ সার কেনা হবে। এর মধ্যে কাতারের মুনতাজাত থেকে ৬০ হাজার টন ও দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার রয়েছে। একইসঙ্গে ৩৫ হাজার টন রক ফসফেট ও অ্যাসিড কেনার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এসব সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জানান, এসব সার ও অ্যাসিড কিনতে সরকারের মোট ব্যয় হবে ৫৪৭ কোটি ৫২ লাখ ৩ হাজার ৭৫০ টাকা। এর মধ্যে ৩৯০ কোটি ৮৩ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা ব্যয় হবে সার কিনতে এবং ১৫৬ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় হবে রক ফসফেট ও অ্যাসিড কিনতে।

সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে প্রথম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার ১৩০ কোটি ৫২ লাখ ২৯ হাজার ৫০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৯৭ দশমিক ৩৩ মার্কিন ডলার।

অতিরিক্ত সচিব জানান, বিসিআইসি কর্তৃক চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেড (টিএসপিসিএল)-এর জন্য ২৫ হাজার মেট্রিক টন রক ফসফেট (৭২ শতাংশ বিপিএল মিনিমাম) ঢাকার মেসার্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইনপুট (প্রধান সরবরাহকারী মেসার্স উইলসন ইন্টারন্যাশনাল ট্রেডিং, মালয়েশিয়া)- এর কাছ থেকে ৯৭ কোটি ৮২ লাখ ৭৫ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রস্তাবটিও আসে শিল্প মন্ত্রণালয় থেকে।

তিনি জানান, শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিসিআইসি কর্তৃক চট্টগ্রামের টিএসপিসিএল এর জন্য ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড ঢাকার মেসার্স বেস্ট ইস্টার্ন (প্রধান সরবরাহকারী চীনের গুয়াংজি পেঙ্গুয়ে ইকো-টেকনোলজি কোম্পানি লিমিটেড) এর কাছ থেকে ৫৮ কোটি ৮৬ লাখ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিসিআইসি কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে দ্বিতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১৩১ কোটি ১২ লাখ ৭৩ হাজার ৪৫০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৯৯.১৭ মার্কিন ডলার।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে বিসিআইসি কর্তৃক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ এর কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১২৯ কোটি ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
মূল্য পরিশোধে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনাআমদানি বিলে যৌক্তিক ত্রুটি থাকলেও মিলবে ছাড়
ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত
স্থলপথে সুতা আমদানিতে এনবিআরের নতুন ব্যাখ্যা
সর্বশেষ খবর
যশোরে দুপুরে আ.লীগ নেতাদের বাড়িতে পুলিশের অভিযান, সন্ধ্যায় ঝটিকা মিছিল
যশোরে দুপুরে আ.লীগ নেতাদের বাড়িতে পুলিশের অভিযান, সন্ধ্যায় ঝটিকা মিছিল
‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি টাকা, ৭০০ কোটিতে নামানো সম্ভব’
‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি টাকা, ৭০০ কোটিতে নামানো সম্ভব’
গুলশানকে হারিয়ে আরও এগিয়ে গেলো আবাহনী
গুলশানকে হারিয়ে আরও এগিয়ে গেলো আবাহনী
নেপালে বাংলাদেশের প্রথম ম্যাচের অভিজ্ঞতা সুখের হয়নি
নেপালে বাংলাদেশের প্রথম ম্যাচের অভিজ্ঞতা সুখের হয়নি
সর্বাধিক পঠিত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ