X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

তিতাসের পাইপলাইন কাটলো ওয়াসা, গ্যাস নেই মিরপুর-মোহাম্মদপুরে

বাংলা ট্রিবিউন রিপোট
২৬ জুন ২০২০, ১২:৫৩আপডেট : ২৬ জুন ২০২০, ১৪:৫৪

গ্যাস পাইপ লাইন, ফাইল ছবি মিরপুরের শেওড়াপাড়ায় ওয়াসার স্যুয়ারেজের নতুন লাইন বসাতে গিয়ে তিতাসের ছয় ইঞ্চি গ্যাসের পাইপলাইন কেটে ফেলেছেন শ্রমিকরা। লাইন কেটে যাওয়ায় মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে রয়েছে। অনেক এলাকায় গ্যাসের চাপ কম রয়েছে। শুক্রবার (২৬ জুন) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এখন লাইন মেরামতের কাজ চলছে।

হঠাৎ করইে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন মিরপুর ও মোহাম্মদপুরের বাসিন্দারা। এখন শেওড়াপাড়ায় গ্যাসের পাইপলাইন মেরামতের কাজ চলছ। দুপুর ১টা নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে তিতাস।

সকালে উঠেই গ্যাস না থাকায় বিপদে পড়েছেন মোহাম্মদপুর ও মিরপুরের অনেক বাসিন্দা। মোহাম্মদপুর থেকে মুক্তি রহমান বলেন, ‘সকালে নাশতা বানাতে গিয়েই দেখি গ্যাস নেই। এরপর আশপাশের খোঁজ নিয়ে দেখালাম কোনও বাসায় গ্যাস নেই। হঠাৎ করে গ্যাস না থাকায় খুবই সমস্যায় পড়েছি।’

একই কথা বলেন মিরপুরের বাসিন্দা সোনিয়া ইসলাম। তিনি বলেন, ‘সকালে উঠেই পানি গরম করতে গিয়ে টের পেলাম গ্যাস নেই। কখন গ্যাস আসবে, কী হলো কিছুই জানি না। অন্য সময় তো আগে থেকে জানা যায় যে গ্যাস থাকবে না। আজকে সে ধরনের কোনও খবরও দেখিনি। বিপদেই পড়া গেলো। এই গ্যাস কখন আসবে তাও কেউ বলতে পারছেন না।’

এ বিষয়ে জানতে চাইলে তিতাসের পরিচালক (অপারেশন) রানা আকবর হায়দারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওয়াসার লোকজন ভোর সাড়ে ৫টার দিকে কাজ করতে গিয়ে হুট করেই আমাদের ছয় ইঞ্চি লাইনসহ বাসাবাড়িতে সরবরাহ করা লাইনগুলো কেটে উঠিয়ে ফেলেছে। ওয়াসার অধীন বিভিন্ন এজেন্সি যে পাইপলাইন বসানোর কাজ করে তারা এত বোকার মতো কাজ করে। আর আমরা বিপদে পড়ি। এরপর খবর পেয়ে আমরা প্রথমে গ্যাস সরবরাহ বন্ধ করার চেষ্টা করি। প্রথমে পারছিলাম না। পরে মিরপুর ও আমিনবাজারের পাইপলাইনের গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। এখন ওয়েল্ডিংয়ের কাজ চলছে। ছয় ইঞ্চি লাইন ওয়েল্ডিং করতে হচ্ছে। এছাড়া দুই ইঞ্চি পাইপলাইন দিয়ে বাসাবাড়িতে দেওয়া হয় সেগুলোও জয়েন করতে হচ্ছে।’

তিনি বলেন, মিরপুর ও আমিনবাজারের দুই লাইন দিয়েই গ্যাস সরবরাহ করা হয় মোহাম্মদপুর ও মিরপুরে। ফলে গ্যাস অফ করায় ওই এলাকাসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। অন্য এলাকাগুলোতে এখন গ্যাসের চাপ কম থাকবে। আশা করছি দুপুর ১টা নাগাদ সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।’

/এসএনএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
ঝটিকা মিছিল নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে ডিএমপির বার্তা
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
সর্বশেষ খবর
গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলুণ্ঠিত করা হয়েছে: আলী রীয়াজ
গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলুণ্ঠিত করা হয়েছে: আলী রীয়াজ
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
সংস্কারের আগে নির্বাচন হলে আবারও চোর-ডাকাতরা নির্বাচিত হবে: জামায়াত নায়েবে আমির
সংস্কারের আগে নির্বাচন হলে আবারও চোর-ডাকাতরা নির্বাচিত হবে: জামায়াত নায়েবে আমির
নাহিদকে নিয়ে উইলিয়ামসের মন্তব্যের জবাব দিলেন শান্ত
নাহিদকে নিয়ে উইলিয়ামসের মন্তব্যের জবাব দিলেন শান্ত
সর্বাধিক পঠিত
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে