X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

মার্কিন নিষেধাজ্ঞায় থাকা মিয়ানমারের ২ ব্যাংকের সঙ্গে লেনদেন না করার পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৫

মার্কিন নিষেধাজ্ঞায় পড়া মিয়ানমারের দুই ব্যাংকের সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মিয়ানমারের ব্যাংক দুটি হলো— মিয়ানমার ফরেন ট্রেড ব্যাংক ও মিয়ানমার ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক। সম্প্রতি বাংলাদেশের ব্যাংকগুলোর কাছে কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে এই দুটি ব্যাংকের বিষয়ে সতর্কতা অবলম্বনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন নিষেধাজ্ঞায় পড়া মিয়ানমারের দুটি ব্যাংকের সঙ্গে ব্যবসায়িক হিসাব রয়েছে বাংলাদেশের রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের। গত ৩ আগস্ট সোনালী ব্যাংকে থাকা মিয়ানমারের ব্যাংক দুটির ব্যবসায়িক হিসাবের ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে একটি চিঠি পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই চিঠিতে ঢাকার মার্কিন দূতাবাসের বরাত দিয়ে স্মরণ করিয়ে দেওয়া হয় যে মিয়ানমারের ওই দুটি ব্যাংক বর্তমানে মার্কিন সরকারের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয় চিঠিতে। এরপর সোনালী ব্যাংক হিসাবগুলো স্থগিত করে।

গত ২০ আগস্ট সব ব্যাংকের কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশ ব্যাংক জানায়, মিয়ানমার ফরেন ট্রেড ব্যাংক ও মিয়ানমার ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকের ওপর ওফাকের (যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আওতাধীন অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল-ওফাক) নিষেধাজ্ঞা আরোপ হওয়ায় নিজ ঝুঁকি বিবেচনায় এসব ব্যাংকের সঙ্গে আর্থিক লেনদেনে বিরত থাকা এবং সার্বিকভাবে নিষেধাজ্ঞা বিষয়ে হালনাগাদ তথ্য সংগ্রহ করে সতর্কতা অবলম্বনের জন্য পরামর্শ দেওয়া হলো।

মূলত গত ২১ জুন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে মিয়ানমারের এই দুই ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি জানায়। মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার বিদেশ থেকে অস্ত্রশস্ত্র ও অন্যান্য পণ্য কিনতে এ ব্যাংকগুলোকে ব্যবহার করে থাকে। ওই সময় দেওয়া যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ প্রতিষ্ঠানসহ বিভিন্ন বিদেশি উৎস থেকে মিয়ানমারের সেনাবাহিনী অস্ত্রশস্ত্র, সরঞ্জাম ও অস্ত্র তৈরির কাঁচামাল কেনা ও আমদানি করে থাকে। এসব অস্ত্র ব্যবহার করে তারা ‘নৃশংস নিপীড়ন’ চালায়।

/জিএম/এমএস/
সম্পর্কিত
‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে কোনও আলোচনা হয়নি: প্রেস সচিব
কানাডার নির্বাচনে নাটকীয় জয় লিবারেল পার্টিরযুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোনো সম্পর্ক শেষ: মার্ক কার্নি
স্কুল শেষে শিশুদের ক্যাম্পে গাড়ি ঢুকে নিহত ৪
সর্বশেষ খবর
পাকিস্তানের হেফাজতে ভারতীয় সীমান্তরক্ষী, উত্তেজনা আরও বাড়ছে 
পাকিস্তানের হেফাজতে ভারতীয় সীমান্তরক্ষী, উত্তেজনা আরও বাড়ছে 
স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই জনের যাবজ্জীবন
স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই জনের যাবজ্জীবন
পারভেজ হত্যার আসামি মেহেরাজ ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হৃদয় রিমান্ড শেষে কারাগারে
পারভেজ হত্যার আসামি মেহেরাজ ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হৃদয় রিমান্ড শেষে কারাগারে
ইউআইইউ’র উদ্ভূত সমস্যার দ্রুত ও সুষ্ঠু সমাধানের আহ্বান এপিইউবি’র
ইউআইইউ’র উদ্ভূত সমস্যার দ্রুত ও সুষ্ঠু সমাধানের আহ্বান এপিইউবি’র
সর্বাধিক পঠিত
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়