X
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

শেষ তিন মাসে লক্ষ্যপূরণের চাপে এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৫, ২১:৫৩আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ২১:৫৩

চলতি ২০২৪-২৫ অর্থবছরের শেষ প্রান্তিকে রাজস্ব আদায়ের ব্যাপক চাপের মুখে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৬৫ হাজার ৬৬৫ কোটি টাকা। ফলে আগামী তিন মাসে (এপ্রিল-জুন) এনবিআরকে প্রতিদিন গড়ে ২ হাজার ২৭৫ কোটি টাকা করে রাজস্ব আদায় করতে হবে, যা আগের ৯ মাসের দৈনিক গড় আদায়ের (৯৫০ কোটি টাকা) চেয়ে প্রায় আড়াই গুণ বেশি।

এনবিআরের তথ্যমতে, চলতি অর্থবছরে সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে প্রথম ৯ মাসে আদায় হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৪৮৭ কোটি টাকা। অর্থাৎ বাকি ৩ মাসে এনবিআরের সামনে রয়েছে ২ লাখ ৭ হাজার ১৩ কোটি টাকা আদায়ের বিশাল লক্ষ্যমাত্রা।

প্রবৃদ্ধি আছে, কিন্তু ঘাটতি আরও বেশি

রাজস্ব আদায়ে তিন প্রধান খাত—আয়কর, মূসক (ভ্যাট) ও আমদানি শুল্ক—সব কটিতেই প্রবৃদ্ধি থাকলেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।

আয়কর খাতে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ কোটি টাকা, আদায় হয়েছে ৮৬ হাজার ৯২১ কোটি টাকা। ঘাটতি ২৯ হাজার ৭৫৫ কোটি টাকা।

ভ্যাট খাতে আদায় হয়েছে ৯৫ হাজার ৩১১ কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১৪ হাজার ৭৪৯ কোটি টাকা। ঘাটতি ১৯ হাজার ৪৩৮ কোটি টাকা।

শুল্ক খাতে আদায় হয়েছে ৭৪ হাজার ২৫৫ কোটি টাকা, লক্ষ্যমাত্রা ছিল ৯০ হাজার ৭২৭ কোটি টাকা। ঘাটতি ১৬ হাজার ৪৭২ কোটি টাকা।

এনবিআরের একাধিক কর্মকর্তা জানান, মার্চে ঈদের ছুটি এবং ব্রিটিশ আমেরিকান টোবাকোর কারখানা স্থানান্তরের কারণে অন্তত ৬ হাজার ৫০০ কোটি টাকার রাজস্ব আদায় পিছিয়ে গেছে। এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ৫ হাজার কোটি টাকার অবদানও মার্চ মাসে যোগ হয়নি।

আইএমএফের চাপ ও বাস্তবতা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি অর্থবছরের মধ্যেই বাংলাদেশের কর-জিডিপি অনুপাত ৭.৪ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৯ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। এই লক্ষ্য অর্জনে রাজস্ব আদায় বাড়াতে এনবিআরের ওপর রয়েছে বাড়তি চাপ। অথচ ব্যবসা-বাণিজ্যের ধীরগতি, আমদানি সংকোচন ও রাজনৈতিক অস্থিরতা কর আহরণে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে কর্মকর্তারা মনে করছেন।

লক্ষ্যমাত্রা সব সময় বাস্তবসম্মত হয় না

এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রতিবছরই আমাদের জন্য বড় অঙ্কের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, যা বাস্তবতা বিবেচনায় সব সময় যৌক্তিক নয়। এবারও লক্ষ্য ছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা, যা পরে কমিয়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি করা হয়েছে। কিন্তু তারপরও লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে দাঁড়িয়েছে।”

চ্যালেঞ্জপূর্ণ সময়ের মুখে এনবিআর

বর্তমানে এনবিআরের সামনে চ্যালেঞ্জ হলো—স্বল্প সময়ে বিশাল ঘাটতি কাটিয়ে ওঠা, আয়কর রিটার্ন বৃদ্ধি, অনলাইন ভ্যাট ব্যবস্থার সম্প্রসারণ এবং রাজস্ব ফাঁকি রোধে কার্যকর তদারকি নিশ্চিত করা। এর বাইরে নীতি পর্যায়ে কর কাঠামো পুনর্বিন্যাস, করজালের বিস্তার এবং অনানুষ্ঠানিক অর্থনীতিকে আনুষ্ঠানিক খাতে আনার উদ্যোগও প্রয়োজন।

/জিএম/এমএস/
সম্পর্কিত
২০২২-২৩ অর্থবছরে কর ফাঁকি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা: সিপিডি
ভ্যাট ফ্রি করলে রাজস্ব বাড়বে, এই যুক্তি আজগুবি: এনবিআর চেয়ারম্যান
আগামীতে যাত্রী নিজেই দেবেন ট্রাভেল কর: এনবিআর চেয়ারম্যান
সর্বশেষ খবর
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬৩১
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬৩১
এনসিপি নেতাদের সঙ্গে আনফ্রেলের মতবিনিময়
এনসিপি নেতাদের সঙ্গে আনফ্রেলের মতবিনিময়
রোদে পুড়ে যাওয়া ত্বকের জন্য ঘরে তৈরি ৫ প্যাক
রোদে পুড়ে যাওয়া ত্বকের জন্য ঘরে তৈরি ৫ প্যাক
প্রশাসনের আড়ালে আ.লীগকে পুনর্বাসনের পাঁয়তারা হচ্ছে: এনসিপি
প্রশাসনের আড়ালে আ.লীগকে পুনর্বাসনের পাঁয়তারা হচ্ছে: এনসিপি
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
তিন স্তরে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমছে, মোবাইল অপারেটরদের প্রতিও আহ্বান
তিন স্তরে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমছে, মোবাইল অপারেটরদের প্রতিও আহ্বান