X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২
প্রাক বাজেট আলোচনা 

‘করপোরেট কর ও আয়কর হার উল্লেখযোগ্যভাবে কমানোর কোনও সুযোগ নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ এপ্রিল ২০২৫, ০১:৪৫আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০১:৪৫

আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান স্পষ্টভাবে জানিয়েছেন, বর্তমানে করপোরেট কর ও ব্যক্তিগত আয়কর হার উল্লেখযোগ্যভাবে কমানোর কোনও সুযোগ নেই। তিনি বলেন, ‘কর হার বেশি কমালে সরকারের রাজস্ব আয় হ্রাস পাবে। এতে দেশের সার্বিক পরিচালনা ব্যাহত হতে পারে। সে কারণে আমরা চাইলেও আয়কর ও করপোরেট কর উল্লেখযোগ্য হারে কমাতে পারবো না। তবে কর কাঠামোকে আরও যৌক্তিক ও বিনিয়োগবান্ধব করতে আমরা নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যাবো।’

রবিবার (১৩ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), দৈনিক সমকাল ও চ্যানেল ২৪-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ আলোচনায় তিনি এসব কথা বলেন।

ব্যবসায়ীদের বিভিন্ন দাবি ও অভিযোগের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘যেসব খাত দীর্ঘদিন ধরে করছাড় সুবিধা পাচ্ছে, তাদের ভবিষ্যতে সেই সুবিধা থেকে সরে এসে অন্যান্য খাতের মতো সমান হারে কর প্রদান করতে হবে। রাজস্ব আদায়ে বৈষম্য দূর করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হবে।’

তিনি আরও জানান, কিছু খাতে বর্তমানে শুল্কহার অস্বাভাবিকভাবে বেশি রয়েছে। এসব ক্ষেত্রে শুল্কহার যৌক্তিকীকরণ করার উদ্যোগ নেওয়া হবে, যাতে ব্যবসায়ীরা অপ্রয়োজনীয় চাপের মুখে না পড়েন।

প্রাক-বাজেট আলোচনায় ব্যবসায়ী প্রতিনিধি, গবেষক ও ব্যাংক খাতের প্রতিনিধিরা অংশ নেন এবং বাজেট প্রণয়নের আগে তাদের মতামত তুলে ধরেন। আলোচনায় বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, এলডিসি উত্তরণের প্রস্তুতি, কর কাঠামো সহজীকরণ ও রাজস্ব নীতির স্বচ্ছতা নিয়ে নানা প্রস্তাব উঠে আসে।

ব্যবসা ও বিনিয়োগবান্ধব, অন্তর্ভুক্তিমূলক এবং সময়োপযোগী বাজেট প্রণয়নের আহ্বান জানান দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। কর কাঠামো সংস্কার, করের জটিলতা কমানো এবং রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও অটোমেশন জোরদারের দাবি উঠেছে ব্যবসায়ী মহল থেকে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৫-২৬: বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। আলোচনায় অংশ নেন আইসিসি বাংলাদেশ-এর সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু ও মীর নাসির হোসেন, সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা ব্যাংকের এমডি শেখ মো. মারুফ, ডিসিসিআই’র সাবেক সভাপতি আবুল কাসেম খানসহ শীর্ষ ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা।

সভাপতির বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘করজাল সম্প্রসারণ এবং কর ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তর ছাড়া রাজস্ব প্রবৃদ্ধি সম্ভব নয়।’

তিনি বলেন, ‘করপোরেট কর রিটার্ন পদ্ধতি অটোমেটেড করতে হবে, অগ্রিম কর বিলুপ্ত করতে হবে এবং সিঙ্গেল ডিজিটে ভ্যাট হার নির্ধারণ সময়ের দাবি।’

তিনি এলডিসি উত্তরণ ও শিল্পায়নের গতিধারা বজায় রাখতে অবকাঠামো ও লজিস্টিক উন্নয়নে শুল্ক ও ভ্যাট ছাড়, শিল্পে প্রতিযোগিতামূলক জ্বালানিমূল্য নির্ধারণ এবং নিরবচ্ছিন্ন সরবরাহের উপর জোর দেন। সম্ভাবনাময় খাতে বিশেষ সুবিধা দিয়ে রপ্তানি আয় বাড়ানোর কথাও বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘পুরো কর ব্যবস্থাকে অটোমেশনের আওতায় আনা হচ্ছে। শীঘ্রই বন্ড অটোমেশন চালু হবে।’ তিনি জানান, ব্যক্তি ও করপোরেট কর হার এ বছর অপরিবর্তিত থাকতে পারে, তবে রাজস্ব ব্যবস্থায় বিদ্যমান বৈষম্য দূর করা হবে।

আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক প্রসঙ্গে বলেন, ‘সরকারের উচিত ডিসিসিআইসহ ব্যবসায়ীদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা এবং দ্রুত আলোচনায় যাওয়া।’ তিনি বাজেটকে একটি দীর্ঘমেয়াদি রূপরেখা হিসেবে ভাবার পরামর্শ দেন।

সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু বলেন, ‘দীর্ঘমেয়াদি অর্থায়ন কাঠামো টেকসই নয়। স্বল্পমেয়াদি আমানতের ভিত্তিতে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া যায় না। টেকসই বিনিয়োগ বাড়াতে কার্যকর করনীতি জরুরি।’

এফবিসিসিআই’র সাবেক সভাপতি মিন্টু বলেন, ‘ব্যবসা-বান্ধব বাজেটের বিকল্প নেই। মুদ্রানীতির কড়াকড়িতে বেসরকারিখাত সংকটে। আয়কর-জিডিপি অনুপাত বাড়াতে অকার্যকর টিআইএনধারীদের করের আওতায় আনতে হবে।’

অপর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, ‘সংকোচনমূলক নীতি ও ঘাটতি বাজেট বেসরকারিখাতের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। কর হয়রানি বন্ধ হলে করদাতার সংখ্যা বাড়বে।’ তিনি একটি অন্তর্ভুক্তিমূলক ও সময়োপযোগী বাজেটের দাবি জানান।

আলোচনার বিভিন্ন সেশনে আরও অংশ নেন এনবিআর সদস্য এ কে এম বদিউল আলম, বিকেএমইএ সভাপতি মো. হাতেম, ঢাকা ব্যাংকের এমডি শেখ মো. মারুফ, ঢাকা স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান মমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. সায়েরা ইউনুস প্রমুখ।

বিকেএমইএ সভাপতি হাতেম যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানিতে ওয়্যারহাউজ সুবিধা চেয়ে বলেন, ‘এতে বাণিজ্য ঘাটতি কমবে। ম্যান-মেইড ফাইবারের মতো হাইভ্যালু পণ্যে উদ্যোগীদের এগিয়ে আসতে হবে।’

আলোচনায় এলডিসি উত্তরণে সময় চাওয়া, গ্যাস-বিদ্যুৎ সংযোগ নিশ্চিতকরণ, বিনিময় হার ও সুদের হার স্থিতিশীল রাখা, বন্ড মার্কেট ও পুঁজিবাজার শক্তিশালীকরণ, এবং অগ্রিম করের বোঝা কমানোর প্রস্তাব আসে।

অনুষ্ঠানে ডিসিসিআই-এর ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজীব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
গুলশানে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, প্যাডেল রিকশা ভাঙচুরের অভিযোগ
ঝটিকা মিছিল নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে ডিএমপির বার্তা
সর্বশেষ খবর
একইদিনে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশনপন্থির পৃথক বর্ধিত সভা
একইদিনে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশনপন্থির পৃথক বর্ধিত সভা
দাবি না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি বিচার বিভাগীয় কর্মচারীদের
দাবি না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি বিচার বিভাগীয় কর্মচারীদের
নিজ ঘর থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
নিজ ঘর থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
‘নিষিদ্ধের পাশাপাশি আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার ও শাস্তির দাবি তুলতে হবে’
‘নিষিদ্ধের পাশাপাশি আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার ও শাস্তির দাবি তুলতে হবে’
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল