X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

আলজেরিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭

আলজেরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী বাংলাদেশ। দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর জন্য তৈরি পোশাক, ওষুধ, শিল্পের কাঁচামাল যেমন এলএনজি, ধাতু এবং ইলেকট্রনিক এবং হালকা প্রকৌশল পণ্যগুলো চিহ্নিত করা হয়েছে। এছাড়া জাহাজ নির্মাণ, আইসিটি এবং কৃষির ক্ষেত্রে যৌথ উদ্যোগের সম্ভাবনা রয়েছে।

আলজেরিয়া সফররত পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন ওই দেশের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির সঙ্গে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক বৈঠকে বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।
 
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্প্রসারণের কথা তুলে ধরে পররাষ্ট্র সচিব আশাবাদ ব্যক্ত করেন যে উভয় দেশের আরও বেশি সংখ্যক ব্যবসায়িক উদ্যোগ নেওয়ার উপায় খুঁজে বের করা দরকার। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্যের বিদ্যমান ও সম্ভাব্য ক্ষেত্রগুলো উপস্থাপন করেন। ক্ষেত্রগুলোর মধ্যে, পোশাক, ওষুধ, শিল্পের কাঁচামাল যেমন এলএনজি, ধাতু এবং ইলেকট্রনিক এবং হালকা প্রকৌশল পণ্যের বাণিজ্য আলোচনায় এসেছে। তিনি চেম্বারকে জাহাজ নির্মাণ, আইসিটি এবং কৃষির ক্ষেত্রে যৌথ উদ্যোগের সম্ভাবনা অন্বেষণ করার পরামর্শ দেন।

আলজেরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট পররাষ্ট্র সচিবকে স্বাগত জানান এবং বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে আলজেরিয়ার আগ্রহ ও প্রস্তুতির কথা জানান। তিনি রফতানিমুখী শিল্পে বাংলাদেশের অর্জনের কথা স্বীকার করেন এবং জ্বালানি, নির্মাণ এবং কৃষি প্রক্রিয়াকরণে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনার ওপর জোর দেন।

তিনি বলেন, আলজেরিয়া তাদের আসন্ন আন্তর্জাতিক বাণিজ্যমেলা এবং আন্তঃ আফ্রিকা বাণিজ্য মেলা আলজিয়ার্সে যথাক্রমে ২০২৫ সালের জুন এবং সেপ্টেম্বরে অনুষ্ঠেয় বাংলাদেশি কোম্পানিগুলোর অংশগ্রহণে উৎসাহিত করবে।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না, ওয়াশিংটনকে ঢাকার বার্তা
ভারতে সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিতের আহ্বান ঢাকার
সরকারের সংস্কার কাজে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র 
সর্বশেষ খবর
কিডনি সুস্থ রাখবে এই ৬ খাবার
কিডনি সুস্থ রাখবে এই ৬ খাবার
যুক্তরাজ্যে বিরল চিকিৎসা কীর্তি, ২বার ভূমিষ্ঠ হলো একই শিশু
যুক্তরাজ্যে বিরল চিকিৎসা কীর্তি, ২বার ভূমিষ্ঠ হলো একই শিশু
ভূমি-কৃষি সংস্কার ও পরিবেশ সুরক্ষা কমিশন গঠনের দাবি
ভূমি-কৃষি সংস্কার ও পরিবেশ সুরক্ষা কমিশন গঠনের দাবি
‘আদালতে আসামিকে হ্যান্ডকাফ পরিয়ে তোলার বিষয়টি জেল অথরিটির সিদ্ধান্ত’
‘আদালতে আসামিকে হ্যান্ডকাফ পরিয়ে তোলার বিষয়টি জেল অথরিটির সিদ্ধান্ত’
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি