X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

ব্যক্তি করদাতাদের অনলাইনে দাখিল বাধ্যতামূলক, লাখ ছাড়ালো রিটার্ন জমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৪, ১৯:৪৫আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৯:৪৫

ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (২২ অক্টোবর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এনবিআরের আদেশে বলা হয়েছে, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত আয়কর সার্কেলগুলোর অধিক্ষেত্রভুক্ত সরকারি কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন (e-Return)  দাখিল বাধ্যতামূলক করেছে।

এই আদেশে সব তফসিলি ব্যাংক, সব মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং কতিপয় বহুজাতিক কোম্পানি যথা ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাটা স্যু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, নেসলে বাংলাদেশ পিএলসি-তে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল ও কর পরিশোধ পদ্ধতি সহজীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড ৯ সেপ্টেম্বর থেকে করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম উন্মুক্ত করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন।

এই সিস্টেম হতে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতাদের কর পরিশোধ করতে পারছেন এবং দাখিল করা রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্টের সুবিধা পাচ্ছেন। এছাড়া পূর্ববর্তী বছরের দাখিল করা e-Return ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন।

e-Return সংক্রান্ত যেকোনও সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি কল সেন্টার স্থাপন করেছে। গত ১২ সেপ্টেম্বর থেকে ওই কল সেন্টারের ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে অফিস চলাকালীন সময়ে ফোন করে করদাতারা e-Return সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক সমাধান পাচ্ছেন।

এছাড়া www.etaxnbr.gov.bd-এর eTax Service অপশন হতে করদাতাগণ e-Return সংক্রান্ত যে কোনও সমস্যা লিখিতভাবে জানালে তার সমাধান পাচ্ছেন।

ইতোমধ্যেই e-Return Registration প্রক্রিয়াটি অধিকতর করদাতাবান্ধব করা হয়েছে। e-Return এ সফলভাবে Registration করতে সম্মানিত করদাতার নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত Biometric SIM-এর প্রয়োজন হয়। করদাতার ব্যবহৃত মোবাইল নম্বরটি নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে Biometric registered কিনা, তা যাচাই করার জন্য ১৬০০১# নম্বরে ডায়াল করতে হবে। যাদের Biometric Registered SIM নাই তারা নতুন SIM সংগ্রহ করে তার মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদন করতে পারেন।

ইতোমধ্যেই স্বতঃস্ফূর্ত ও উৎসাহিত করদাতারাদের www.etaxnbr.gov.bd পোর্টালের e- Return অপশন ব্যবহার করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
৫ মে আইএমএফ ঋণের কিস্তি নিয়ে সিদ্ধান্তের সম্ভাবনা
সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর চেয়ারম্যান
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সর্বশেষ খবর
সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩৩৯
সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩৩৯
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
চাঁদাবাজির মামলায় জামিন নিতে গিয়ে বিএনপি নেতাসহ ৩ জন কারাগারে
চাঁদাবাজির মামলায় জামিন নিতে গিয়ে বিএনপি নেতাসহ ৩ জন কারাগারে
আদালতে প্রিজনভ্যানে তোলার সময় পালিয়েছে হত্যা ও মাদক মামলার দুই আসামি
আদালতে প্রিজনভ্যানে তোলার সময় পালিয়েছে হত্যা ও মাদক মামলার দুই আসামি
সর্বাধিক পঠিত
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!