পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে এবার পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহ আলমকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ নিয়োগের কথা জানিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) চিঠি দিয়েছে।
চিঠিতে পর্যবেক্ষক নিয়োগসহ মোট চারটি নির্দেশনার কথা উল্লেখ রয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপস্থাপিত এ–সংক্রান্ত প্রস্তাবে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সম্মতি দিয়েছেন বলে চিঠিতে বলা হয়েছে।