X
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

ঈদের আগেই বাজারে আসছে পরিবেশবান্ধব ‘বাঘ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২৮

আগামী রোজার ঈদের আগেই বাংলাদেশের বাজারে আসছে পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার (তিন চাকার বাহন) ও মোটর বাইক ‘বাঘ’। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সংবাদ সম্মেলনে খবরটি জানিয়েছেন বাঘ ইকো মোটরসের সভাপতি কাজী জাসিমুল ইসলাম বাপ্পি। তিনি বলেন, ‘বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে মডেল ও সার্বিক দিক দিয়ে তিন চাকা ও দুই চাকার বাহন দুটি আধুনিক, আরামদায়ক ও পরিবেশবান্ধব এবং উপযোগী।’

পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার প্রসঙ্গে উদ্যোক্তা উল্লেখ করেন, এর প্রধান বিশেষত্ব হলো আইওটি ডিভাইসের সহায়তায় যেকোনও সময় যেকোনও স্থান থেকে এটি ট্র্যাক করা যায়। গাড়িটির বিমা করা রয়েছে, ফলে দুর্ঘটনায় আর্থিক সহায়তার ব্যবস্থাও আছে। আগামী ঈদের আগেই বাঘ ব্র্যান্ডের যানবাহন দেশের সড়কে চলাচল করবে বলে আশা তার। 

তিন চাকা ও দুই চাকার বাহন দুটির পরিবেশগত ও কারিগরি দিক বর্ণনা করেন কাজী জাসিমুল ইসলাম বাপ্পি, ‘এগুলো লিথিয়াম ব্যাটারি ও সোলারের সমন্বয়ে চলবে। অ্যাসিড ব্যাটারির তুলনায় লিথিয়াম ব্যাটারি ৩০ শতাংশ ভালো কাজ করে। এটি অ্যাসিড ব্যাটারির ওজনের এক-তৃতীয়াংশ। অ্যাসিড ব্যাটারির চেয়ে কমপক্ষে তিন ঘণ্টা দ্রুত চার্জ হয়। এই ব্যাটারিতে সীসা অ্যাসিড না থাকায় দূষণ ঘটবে না। সহজে চার্জিং ব্যবস্থা রাখতে দেশের বিভিন্ন স্থানে রয়েল চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে।’

পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার (তিন চাকার বাহন) ও মোটর বাইক ‘বাঘ’ নিয়ে সংবাদ সম্মেলন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাংলাদেশে এসিড ব্যাটারি উৎপাদনের কারণে পরিবেশ ব্যাপকভাবে দূষিত হচ্ছে। এ তথ্য জানিয়ে বাঘ ইকো মোটরসের সভাপতি বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পরিবেশ দেওয়ার লক্ষ্যে রয়েল বেঙ্গল ব্যাটারি লিমিটেড এসিড ব্যাটারির পরিবর্তে পরিবেশবান্ধব লিথিয়াম ব্যাটারি তৈরির উদ্যোগ নেয়। তাইওয়ানের প্রযুক্তি ব্যবহার করে সোলার ও লিথিয়াম ব্যাটারি একত্রে সংযুক্ত করে দুটি পরিবেশবান্ধব গাড়ি উদ্ভাবন করা হয়েছে। বাংলাদেশের জন্য বিশেষভাবে ডিজাইন করা পরিবেশবান্ধব গাড়ি হলো বাঘ।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন বাঘ ইকো মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মনজুর মাহমুদ মো. এনামুল হক, ব্যবস্থাপনা পরিচালক নাহিদ নওরিন জাহান।

/জেডএ/জেএইচ/
সম্পর্কিত
সুন্দরবনে সাঁতরে খাল পেরোলো বাঘ, ক্যামেরায় ধারণ করলেন পর্যটকরা
সুন্দরবনে তিন বাঘের লড়াই, দৃশ্য ধারণ করলেন পর্যটকরা
ভারতের সুন্দরবনে বাঘের সংখ্যা জানতে ১২০০ ক্যামেরা
সর্বশেষ খবর
শাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের
ছয় মাসে ১৪২৪ মোবাইল জব্দশাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের
সিলেটে বৃষ্টি, খেলা শুরু হচ্ছে না যথাসময়ে
সিলেটে বৃষ্টি, খেলা শুরু হচ্ছে না যথাসময়ে
সাভারে এসএসসি পরীক্ষায় দায়িত্ব অবহেলা, কেন্দ্র সচিবসহ ৮ শিক্ষককে অব্যাহতি
সাভারে এসএসসি পরীক্ষায় দায়িত্ব অবহেলা, কেন্দ্র সচিবসহ ৮ শিক্ষককে অব্যাহতি
উবারের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন বাণিজ্য সংস্থা
উবারের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন বাণিজ্য সংস্থা
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
তিন স্তরে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমছে, মোবাইল অপারেটরদের প্রতিও আহ্বান
তিন স্তরে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমছে, মোবাইল অপারেটরদের প্রতিও আহ্বান
প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা
প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার দীর্ঘ যানজট