X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

ঘরে বসেই হিসাব খোলা ও লেনদেনের সুযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৯, ২০:৪২আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ২০:৪৪

‘প্রাইম ডিজি’ নামে প্রাইম ব্যাংকের নতুন সঞ্চয়ী হিসাব সেবা চালু ‘প্রাইম ডিজি’ নামে একটি নতুন সঞ্চয়ী হিসাব সেবা চালু করেছে প্রাইম ব্যাংক। ঘরে বসেই এই ব্যাংকে হিসাব খোলা ও লেনদেনের সুযোগ পাবেন গ্রাহকরা। 

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাজধানীর ঢাকা ক্লাবে এই সেবার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ বলেন, ‘সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এই সেবায় গ্রাহককে কোনও শাখায় গিয়ে টাকা জমা দিতে হবে না বা কোনও ধরনের কাগজপত্রও দিতে হবে না। ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে ফরম পূরণ করে একাউন্ট খোলা যাবে। ফরম পূরনের ৩ দিনের মধ্যেই হিসাবটি চালু ও লেনদেন করা যাবে।’

রাহেল আহমেদ বলেন, ‘প্রাইম ডিজি নামের এই হিসাবটি একটি সঞ্চয়ী হিসাব। এর মাধ্যমে হিসাব খোলার জন্য প্রাথমিক জমার কোনও প্রয়োজন নেই। পাশাপাশি থাকবে ফ্রি ডেবিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং, ব্যালেন্স এনকোয়ারি, হিসাব বিবরণী  ট্রান্সফার, ফান্ড ট্রান্সফার, ক্রেডিট কার্ডের বিল পরিশোধ, ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, ইন্সুরেন্স প্রিমিয়াম পরিশোধ, লেনদেনের বৃত্তান্ত প্রভৃতি। এছাড়া প্রথম চেক বই ফ্রি, আরটিজিএস ও বিএফটিএনের সুবিধা এবং জমা স্থিতির ওপর সুদও দেওয়া হবে।’

রাহেল আহমেদ আরও বলেন, ‘বর্তমান যুগের গ্রাহকরা ব্যাংকের কাছে আসতে চায় না। ব্যাংককেই গ্রাহকের কাছে সেবা নিয়ে যেতে হয়। চাহিদা অনুযায়ী ব্যাংকিং সেবাসমূহকে সহজ করতেই আমাদের এই যুগান্তকারী উদ্যোগ। প্রতিযোগিতাশীল বাজারে টিকে থাকতে হলে বর্তমানে ব্যাংকিং পণ্যের ভিন্নতার সঙ্গে সঙ্গে সেবারও ভিন্নতা আনতে হচ্ছে। এছাড়া সনাতন ব্যাংকিং থেকে বেরিয়ে এসে আধুনিক ব্যাংকিং করতে এ ধরনের পণ্যই জরুরি। সবকিছু বিবেচনায় নিয়েই এই সেবাটি চালু করেছি। এর মাধ্যমে অদূর ভবিষ্যতে আরও নতুন নতুন সেবা যোগ হবে। যার পরিকল্পনাও ইতোমধ্যে আমরা নিয়েছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান ও উপব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী এবং কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান এএনএম মাহফুজ।

 

 

/জিএম/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
মাদারীপুরের শিবচর থেকে ককটেল-গুলি ও ইয়াবা উদ্ধার
মাদারীপুরের শিবচর থেকে ককটেল-গুলি ও ইয়াবা উদ্ধার
গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ
গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ
সবার জন্য উন্মুক্ত হবে মাঠ, কোনও ক্লাবের দখলে থাকবে না: ডিএনসিসি প্রশাসক
সবার জন্য উন্মুক্ত হবে মাঠ, কোনও ক্লাবের দখলে থাকবে না: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে