X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

আগামী ৫ বছর হবে ঐতিহাসিক: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৯, ১৯:২১আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১৯:২৩

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দেশের মানুষ আস্থা রেখেছেন এবং ৩০ ডিসেম্বর উন্নয়নের পক্ষে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। শেখ হাসিনা এমন একজন নেত্রী, যিনি স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। ২০০৮ সালে তিনি দেশকে ডিজিটাল ও মধ্য আয়ের দেশে পরিণত করার ঘোষণা দিয়েছিলেন। তিনি ইতোমধ্যে দেশকে ডিজিটাল ও মধ্য আয়ের দেশে পরিণত করেছেন।

মঙ্গলবার (১ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে বড় বড় প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। আগামী পাঁচ বছরে প্রধানমন্ত্রী বাংলাদেশকে অন্যরকম উচ্চতায় নিয়ে যাবেন। ইতোমধ্যে গ্রামের মানুষ শহরের সুযোগ-সুবিধা ভোগ করছেন।’ তিনি বলেন, ‘ড. কামাল হেসেনের নেতৃত্বে ঐক্যজোটকে দেশের মানুষ প্রত্যাখান করেছেন। তিনি স্বাধীনতাবিরোধী দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে হাত মিলিয়েছেন। দেশের মানুষ তা গ্রহণ করেননি, ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করেছেন। দেশের নতুন প্রজন্মসহ সব ভোটার নিজেদের মনের ইচ্ছা প্রকাশ করেছেন। তাদের প্রার্থীদের সঙ্গে ভোটারদের সম্পর্ক ছিল না। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জনপ্রিয়তার চেয়ে অর্থের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। এসব কারণেই তাদের এ ভরাডুবি। আগামী পাঁচ বছর আওয়ামী লীগ সরকারের জন্য হবে ঐতিহাসিক। এ সময়ে জাতি উদযাপন করবে জাতির জনকের জন্মশত বার্ষিকী এবং ২০২১ সালে দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।’

তোফায়েল আহমেদ বলেন, ‘দেশের মানুষ ৩০ ডিসেম্বরের জন্য অপেক্ষা করছিল। এদিন দেশের মানুষ মনের আশা ব্যালটের মাধ্যমে প্রকাশ করেছেন। যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, মুক্তিযোদ্ধা- বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, মা-বোনদের ইজ্জত হরণ করেছিল, জিয়াউর রহমান তাদের এবং বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেট হামলা করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আইভি রহমানসহ ১৪ জন নেতাকর্মী এসময় জীবন দিয়েছিল। দেশের মানুষ ব্যালটের মাধ্যমে তার জবাব দিয়েছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ দেশের মানুষের সুখ-দুঃখে পাশে ছিল, এখনও আছে। শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা, বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিনামূল্যে বই বিতরণ ও শিক্ষা ভাতার ব্যবস্থা করেছে। দেশে যাতায়ত ব্যবস্থা উন্নত হয়েছে, ঘরে ঘরে বিদ্যুতের সুবিধা পাচ্ছে। দেশে ব্যাপক উন্নতি হচ্ছে, বড় বড় উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। আগামী পাঁচ বছরে দেশে ব্যাপক উন্নতি হবে। শেখ হাসিনার প্রতি দেশের মানুষের আস্থা আছে। সে কারণেই দেশের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়েছে।’

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৫)
‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ গুলি এনে ফাঁসলেন নিজেরাই
‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ গুলি এনে ফাঁসলেন নিজেরাই
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ