মানসিক স্বাস্থ্য উন্নয়নে তরুণ কানন ফয়সালের উদ্যোগ

নারায়ণগঞ্জ জেলার তরুণ সমাজকর্মী এবং শিক্ষার্থী কানন ফয়সাল তরুণ সমাজের মানসিক স্বাস্থ্য উন্নয়ন এবং আত্মহত্যা প্রতিরোধে কাজ করছেন করছেন। সামাজিক সংগঠন 'সোসাইটি ফর হিউমানিটি ডেভেলপমেন্ট ওভার দ্য ওয়ার্ল্ড' (SHADOW) এর একজন সিনিয়র ডিরেক্টরের আত্মহত্যার খবরে তিনি গভীরভাবে মর্মাহত হন। সেই ঘটনাই তার জীবনের লক্ষ্য ও পথ বদলে দেয়। এরপরই তিনি মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক কাজ শুরু করার সিদ্ধান্ত নেন।

সম্প্রতি 'টক হোপ' আয়োজিত এক সেমিনারে কানন ফয়সাল বলেন, 'বর্তমানে ডিপ্রেশন বা মানসিক অবসাদ একটি ভয়াবহ সমস্যা। এর ফলে অনেক শিশু, কিশোর এবং তরুণ তাদের স্বাভাবিক জীবন হারিয়ে ফেলছে। কেউ পড়ালেখা ছেড়ে দিচ্ছে, কেউ মাদকাসক্ত হয়ে পড়ছে, কেউবা আত্মহননের পথ বেছে নিচ্ছে। আমাদের লক্ষ্য এমন পরিস্থিতি যেন আর কাউকে গ্রাস না করে সেদিকে নজর দেওয়া।”

কানন জানান, ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি SHADOW এর প্রতিষ্ঠাতা মো. সাদ্দাম হোসাইন রনির সহায়তায় আরও কয়েকজন মিলে 'টক হোপ' প্রতিষ্ঠা করেন। এটি SHADOW-এর একটি প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে। উদ্দেশ্য ছিল, তরুণ সমাজকে ডিপ্রেশন এবং আত্মহত্যার প্রবণতা থেকে মুক্ত রাখতে সচেতনতা ও সহায়তা প্রদান করা। 'টক হোপ' এর ব্যানারে  ইতোমধ্যে সারা দেশে ৩০ হাজারের বেশি তরুণ-তরুণীকে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক সেশন, কাউন্সেলিং এবং অনলাইন সহায়তা প্রদান করা হয়েছে।

কানন জানান, তাদের এই উদ্যোগ আন্তর্জাতিক পর্যায়েও সাড়া ফেলেছে। লাইয়ন্স ইন্টারন্যাশনালের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট মার্ক লায়ন এই বিষয়ে তার সঙ্গে অনলাইন মিটিং করেছেন এবং বিশ্বের বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আগ্রহ জানানো হয়েছে।