ঢাকা ও এর আশপাশে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৪টা ৫২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ গোলাম মোস্তফা। তিনি জানান, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪।

তিনি আরও জানান, এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ১০৫ কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশপাশে। তারা বিষয়টি নিয়ে এখনও কাজ করছেন।

ভূমিকম্পের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই পোস্ট দিয়েছেন। তবে এতে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।