ঘূর্ণিঝড় ফিনজাল নিম্নচাপে পরিণত, নামলো সতর্কতা সংকেত

সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ফিনজাল শনিবার দিনগত রাতে ভারতের তামিলনাড়ুর উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়ে। এটি পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। পরে আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয় এবং বর্তমানে উত্তর তামিলনাড়ু ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাব এখন আর না থাকায় চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এদিকে আজ রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।