গরম যেন কমছেই না। শনিবারের তুলনায় রবিবার তাপমাত্রা কিছুটা কমলেও আজ সোমবার আবার তা বেড়ে গেছে। আজ দেশের ৯ জেলাসহ তিন বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। তবে সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এতে কিছু এলাকায় তাপপ্রবাহ কমে আসতে পারে বলে আশা করছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার অফিস জানায়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরের ২৪ ঘণ্টায়, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, ফেনী ও সিলেট জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় কমতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
মঙ্গল ও বুধবারও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে আজ রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর গুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, টাঙ্গাইল, কুষ্টিয়া, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ৩৮ দশমিক ৫, যা গতকাল ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ হিসেবে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রির মতো। একইভাবে ঢাকায় গতকাল ৩৫ দশমিক ৫, আজ এক ডিগ্রি বেড়ে ৩৬ দশমিক ৬; রাজশাহীতে ছিল ৩৬ দশমিক ২, আজ ৩৬ দশমিক ৮; রংপুরে ছিল ৩৫ দশমিক ৭, আজ তা ৩ ডিগ্রি বেড়ে ৩৮ দশমিক ৫; ময়মনসিংহে ছিল ৩৪ দশমিক ৫, আজ তা ৩ ডিগ্রি বেড়ে ৩৭ দশমিক ৪; সিলেটে ছিল ৩৫ দশমিক ৭, আজ তা এক ডিগ্রি বেড়ে ৩৬ দশমিক ৮; চট্টগ্রামে ছিল ৩৪ দশমিক ১, আজ ৩৪ দশমিক ৪; খুলনায় ছিল ৩৪ দশমিক ৮, আজ ৩৫ দশমিক ৫ এবং বরিশালে ছিল ৩৪ দশমিক ২, আজ ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।