হোয়াটসঅ্যাপে বাগ

কিছু কিছু অ্যান্ড্রয়েড ডিভাইসে কোনও প্রয়োজন ছাড়াই মাইক্রোফোন ব্যবহার করছে হোয়াটসঅ্যাপ। বিষয়টি গুগল এবং হোয়াটসঅ্যাপ উভয় পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে। একটি বাগের কারণে ঘটনাটি ঘটছে। ঘটনার সূত্রপাত মাস খানেক আগে থেকে হলেও সম্প্রতি টুইটারের এক প্রকৌশলী বিষয়টি নিয়ে একটি পোস্ট দেওয়ার পরে ইলন মাস্ক সেটাকে বুস্ট করায় আরও বেশি সবার নজরে এসেছে।

ফোয়াদ দাবিরি নামে টুইটারের সেই প্রকৌশলীর শেয়ার করা টুইটে দেখা যায়, তিনি এই অ্যাপ ব্যবহার না করা সত্ত্বেও কিভাবে ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে তার মাইক্রোফোন ব্যবহার হয়ে আসছে। তিনি অ্যান্ড্রয়েডের প্রাইভেসি ড্যাশবোর্ডের একটি স্ক্রিনশট শেয়ার করেন। সেখানেই মাইক্রোফোন এবং ক্যামেরা ব্যবহারের দৃশ্যটি ফুটে ওঠে।

জবাবে হোয়াটসঅ্যাপ টুইটারে একটি পোস্ট দিয়ে জানায়, এটি মূলত অ্যান্ড্রয়েডের একটি সমস্যা। এটি মেসেজিং অ্যাপের মাধ্যমে আসল মাইক্রোফোন ব্যবহার করা হয়নি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আমরা বিশ্বাস করি এটি অ্যান্ড্রয়েডের বাগ যা প্রাইভেসি ড্যাশবোর্ডে ভুয়া অ্যাট্রিবিউট প্রদর্শন করছে। হোয়াটসঅ্যাপ গুগলকে সমস্যাটির সমাধান করার জন্য অনুরোধ করেছে।

সংবাদ মাধ্যম এনগেজেট জানায়, দাবিরিই এটি প্রথম শনাক্ত করেননি। হোয়াটসঅ্যাপের ব্লগ ডব্লিউএবিটাইনফো এক মাস আগেই জানায় কিছু পিক্সেল এবং স্যামসাং ডিভাইসে এই সমস্যা হচ্ছে। সেখানে জানানো হয় ডিভাইস রিস্টার্ট করলে এর সমাধান হতে পারে। সামগ্রিক বিষয়ে গুগলের একজন মুখপাত্র বলেন, এ সম্পর্কে আমরা অবগত এবং হোয়াটসঅ্যাপের সঙ্গে নিবিড়ভাবে বিষয়টি নিয়ে অনুসন্ধান চালাচ্ছি।