বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে অনন্য অবদান রাখার জন্য ‘টেক উদ্যোক্তা এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এ পেয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ও কৌশলগত পরামর্শক দিদারুল আলম।
সম্প্রতি রাজধানীর বানানীতে একটি হোটেলে ‘আর্থকণ্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায়, তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার ভাগনে আদরিব আহমেদ। সম্মাননাটি তার হাতে তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর বিশেষ সহকারী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমদ তৈয়্যব।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুটিং স্টার লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হিসেবে দিদারুল আলম বাংলাদেশের আইসিটি খাতের দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, প্রযুক্তিনির্ভর উদ্যোগ সম্প্রসারণ এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় দিদারুল আলম বলেছেন, ‘এই স্বীকৃতি শুধু আমার একার নয়— এটি আমার সঙ্গে কাজ করা অসাধারণ সব দলের সম্মিলিত পরিশ্রম, দূরদর্শিতা এবং বাংলাদেশকে প্রযুক্তিতে বিশ্ব নেতৃত্বে নিয়ে যাওয়ার অঙ্গীকারের প্রতিফলন।’
প্রসঙ্গত, ‘আর্থকণ্ঠ’ বিগত ২৫ বছর ধরে বাংলাদেশের ব্যবসা, অর্থনীতি ও প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বীকৃতি দিয়ে আসছে। এই বার্ষিক আয়োজনটি উদ্যোক্তা, নীতিনির্ধারক ও পেশাজীবীদের একত্র করে দেশের উন্নয়ন অগ্রযাত্রার সেরা উদাহরণগুলো তুলে ধরে।