আইওএস ১৮ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছে অ্যাপল। এতে মিলবে বেশ কিছু নতুন সুবিধা। গতকাল সোমবার উন্মুক্ত করা সংস্করণটিতে কোন কোন সুবিধা পাওয়া যাবে দেখে নিন।
- আইফোন ব্যবহারকারীরা এখন সহজেই হোমস্ক্রিনের আইকন ও উইজেটের রঙ পরিবর্তন করতে পারবেন। কারণ আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে ইউআইয়ে পরিবর্তন আনা হয়েছে। চাইলে অপারেটিং সিস্টেমের ইউআই নিজের মতো করে সাজানোর পাশাপাশি কন্ট্রোল সেন্টারের নকশা পরিবর্তন করা যাবে।
- ই-মেইল অ্যাপে বিভিন্ন ধরনের মেইল খুঁজে পেতে প্রাইমারি সেকশনের পাশাপাশি ট্রানজেকশন, আপডেটস, প্রমোশন প্রভৃতি অপশন যুক্ত করা হয়েছে। ছবি সহজে খুঁজে পাওয়া যাবে এতে। কারণ ফটোজ অ্যাপের লেআউটে যুক্ত করা হয়েছে রিসেন্ট ডেজ, পিপল অ্যান্ড পেটস, ট্রিপস প্রভৃতি অপশন।
- বিল্ট-ইন হিসেবে পাসওয়ার্ডস অ্যাপ যুক্ত করা হয়েছে আইওএস ১৮ অপারেটিং সিস্টেম। এর ফলে পাসওয়ার্ডস অ্যাপ ব্যবহার করে খুব সহজে পাসওয়ার্ড, পাসকোড ও ভেরিফিকেশন কোড খুঁজে পাওয়া যাবে।
- মেসেজস অ্যাপে এখন ইচ্ছে মতো লেখা সাজিয়ে নিতে পারবেন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করার মতো ফরম্যাটিং অপশনের সাহায্যে। এছাড়া মেসেজেস অ্যাপে আরসিএস সমর্থন সুবিধাও যুক্ত হয়েছে। এর ফলে ফোন অ্যাপে কল করা অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড ও ট্রান্সক্রিপ্ট সুবিধা ব্যবহার করা যাবে।
তথ্যসূত্র: অ্যাপেলডটকম