অপ্রয়োজনীয় মেইল ঠেকাবে জিমেইল

ব্যবহারকারীদের বিভিন্ন প্রয়োজনে, কোনও প্রতিষ্ঠানের সেবা নেওয়ার জন্য তাদের ই-মেইল ঠিকানা ব্যবহার করতে হয়। এতে সেসব প্রতিষ্ঠানের পণ্য বা সেবার বিভিন্ন প্রচারণামূলক মেইল এসে জমা হতে থাকে। ফলে ইনবক্সে বিভিন্ন অপ্রয়োজনীয় মেইল জমা হয়। ফলে প্রয়োজনীয় মেইল পেতে সমস্যা হয়। এই সমস্যা থেকে বাঁচতে গুগল তার জিমেইল অ্যাপে ‘আনসাবস্ক্রাইব’ বাটন যুক্ত করেছে।

সাধারণত কোনও মেইল আনসাবস্ক্রাইব করতে হলে ই-মেইল ওপেন করার পর নিচের দিকে থাকা “আনসাবস্ক্রাইব” লিংকে ক্লিক করতে হয়। কিন্তু নতুন এই সুবিধা চালু হলে ই-মেইলের উপরেই ‘আনসাবস্ক্রাইব’ বাটন দেখা যাবে। সেই বাটনে ক্লিক করলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেক ব্যবহারকারীর নিবন্ধিত ই-মেইলটি বাতিল হয়ে যাবে। ফলে এর পর থেকে ব্যবহারকারীর ইনবক্সে সেই প্রতিষ্ঠানের কোনও মেইল আর আসবে না।

তবে নতুন এই সুবিধাটি আপাতত শুধু আইওএস অ্যাপে যুক্ত করা হয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুবিধাটি এখনও চালু করেনি গুগল। কবে নাগাদ চালু সেই তথ্যও এখন পর্যন্ত জানা যায়নি।