টাইটান ক্রিকেট ফিয়েস্তায় ২৫ জনের জন্য থাকছে চমক 

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনাকে আরও এক ধাপ বাড়িয়ে দিতে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে বিখ্যাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাইটান। ক্যাম্পেইনে সৌভাগ্যবান ২৫ জন বিজয়ীর জন্য রয়েছে ম্যাচ দেখার সুযোগ আর অতিরিক্ত পুরস্কার।

উন্নত কারুকাজ, নকশা এবং যুগোপযোগিতার দিক দিয়ে টাইটান বর্তমানে বিশ্বের ৫ম বৃহৎ ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান। এই ক্রিকেট মৌসুমে টাইটান ক্রিকেট ফিয়েস্তা ২০২৩ নামে নতুন একটি ক্যাম্পেইন চালু করেছে তারা।

টাইটানের বিশেষ কালেকশনের মধ্যে রয়েছে পুরুষদের জন্য টাইটান এজ, নারীদের জন্য রাগা আর নতুন প্রজন্মের জন্য টাইটান ও ফাস্ট্র্যাকের বিভিন্ন ধরনের স্মার্টওয়াচ এবং হেডফোন। এসব বিশেষ কালেকশন নিয়ে ব্র্যান্ডটি ৩০টির বেশি দেশে আধুনিক ঘড়িপ্রেমীদের কাছে এখন সমাদৃত। টাইটান বাংলাদেশে সেলেক্সট্রা লিমিটেডের মাধ্যমেও তাদের পণ্য বাজারজাত করছে।

ক্যাম্পেইন অনুযায়ী সারাদেশ থেকে ২৫ জন সৌভাগ্যবান ক্রেতা পাবেন ফাইভ-স্টার পরিবেশে লাইভ স্ক্রিনিং ম্যাচ দেখার সুযোগ। অফারটি নিতে হলে ক্রেতাকে অবশ্যই টাইটানের যেকোনও আউটলেট বা সেলেক্সট্রা স্টোর থেকে টাইটান অথবা ফাস্ট্র্যাকের ঘড়ি কিনতে হবে। শুধু তাই নয় ৯ হাজার ৯৯৯ টাকার যেকোনও টাইটান অথবা ফাস্ট্র্যাকের পণ্য কিনলে নিশ্চিত অতিরিক্ত একটি উপহার থাকছেই।

টাইটান কোম্পানি লিমিটেড বাংলাদেশ’র বিজনেস হেড সঞ্জয় ভট্টাচার্য বলেন, টাইটান ক্রিকেট ফিয়েস্তা-২০২৩" ইভেন্টের মাধ্যমে আমরা সুযোগ পেয়েছি এদেশের মানুষদের একটি স্মরণীয় অভিজ্ঞতা দিতে।

-বিজ্ঞপ্তি