বাংলাদেশে অ্যাডোবির সফটওয়্যার নিয়ে আসবে রেডিংটন

শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানের পাশাপাশি বাংলাদেশেও অ্যাডোবির স্থানীয় পরিবেশক ও বাজার উন্নয়ন অংশীদার নিযুক্ত হয়েছে রেডিংটন। রবিবার (৩ সেপ্টেম্বর) এই ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবি। এই চুক্তির ফলে অ্যাডোবির সব ধরনের ক্রিয়েটিভ ও ডিজিটাল ওয়ার্কফ্লো সফটওয়্যার সলিউশন বাংলাদেশে পাওয়া যাবে।   

রেডিংটনের পক্ষ থেকে জানানো হয়, অ্যাডোবি’র ডিজিটাল মিডিয়া বিভাগের চ্যানেল লিডার ও রেডিংটনের ডেপুটি জেনারেল ম্যানেজার পঙ্কজ লাম্বা চুক্তিতে সই করেন।  

রেডিংটনের প্রধান নির্বাহী কর্মকর্তা রামেশ নাতারাজান বলেন, এই চুক্তির মাধ্যমে উন্নয়নশীল ও উন্নত দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত বৈষম্য দূর করে সেতুবন্ধন তৈরিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

অ্যাডোবির সিনিয়র ডিরেক্টর ও হেড অব ডিজিটাল মিডিয়া বিজনেস (দক্ষিণ এশিয়া) গিরিশ বালাচন্দ্র বলেন, দক্ষিণ এশিয়ায় অ্যাডোবি’র প্রসারে রেডিংটনের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা উৎফুল্ল।-বিজ্ঞপ্তি