১০০ কোটি টাকা এমএমই ঋণ পেলেন ৫৫৭ ইন্টারনেট ব্যবসায়ী

দেশের ৫৫৭ ইন্টারনেট ব্যবসায়ী (আইএসপি উদ্যোক্তা) ব্র্যাক ব্যাংক থেকে ১০০ কোটি টাকা এমএমই ঋণ পেয়েছেন। সম্প্রতি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি ও ব্র্যাক ব্যাংক’র মধ্যে সমঝোতা চুক্তি অনুসারে  আইএসপিএবি সদস্য (নেশন ওয়াইড, বিভাগীয়, জেলা ও থানা লাইসেন্সধারী) ৫৫৭ ইন্টারনেট ব্যবসায়ীর মাঝে জামানতবিহীন এই ঋণ বিতরণ করা হয়। ঋণ বিতরণের জন্য ব্র্যাক ব্যাংক’কে ধন্যবাদ জানিয়ে সম্প্রীতির বন্ধন উদযাপন করে আইএসপিএবি।

আইএসপিএবির সভাপতি মো. ইমদাদুল হক ব্র্যাক ব্যাংকের ডিএমডি সৈয়দ আব্দুল মোমেনকে সঙ্গে নিয়ে কেক কেটে ১০০ কোটি টাকা ঋণ বিতরণের মাইলফলক স্পর্শ করার উৎসব পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন আইএসপিএবি’র সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক মো. আবদুল কাইয়্যুম রাশেদ, কোষাধ্যক্ষ মো. আসাদুজ্জামান ও পরিচালক মো. নাছির উদ্দিন।

অপরদিকে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন হেড অব স্মল ক্রেডিট মো. আরিফুল ইসলাম, মো. আব্দুল আজিজ এবং হেড অব বিজনেস ট্রান্সমিশন অ্যান্ড প্রোডাক্ট আজিজুল হক প্রমুখ।-বিজ্ঞপ্তি