এমডব্লিউসিতে পুরস্কার জিতলো অপো

চীনের সাংহাইয়ে আয়োজিত এমডব্লিউসি (মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস) আয়োজিত ‘২০২৩ এশিয়া মোবাইল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে অপো ফাইন্ড এন২ মডেলের সেটকে এশিয়ার সর্বসেরা স্মার্টফোন ঘোষণা করা হয়েছে।

পারফরম্যান্স ও উদ্ভাবনী ইউজার এক্সপেরিয়েন্সের কারণে সুপরিচিত ফাইন্ড এন২ একটি প্রতিযোগিতামূলক বাছাই তালিকা থেকে নির্ধারিত হয়েছে এবং এই সম্মানজনক পুরস্কার লাভ করে।

অপোর সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার উইল ঝাও অনুষ্ঠানে অংশ নেন।

প্রতিষ্ঠানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংযোগ খাতের সবচেয়ে সম্মানজনক স্বীকৃতি হিসেবে সুপরিচিত জিএসএমএর এশিয়া মোবাইল অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। এ বছরের পুরস্কার শুধু অপো ফাইন্ড এন২-এর একক সামর্থ্যকেই স্বীকৃতি দেয় না, বরং বিস্তৃত পরিসরে অপোর স্বীকৃতি ও এ ইন্ডাস্ট্রিতে এর নেতৃস্থানীয় অবস্থানকেও তুলে ধরে।