এ বিষয়ে জানতে চাইলে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি’র সভাপতি আমিনুল হাকিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দুই সংগঠন (আইএসপিএবি ও ডিশ সংযোগ সেবাদাতাদের সংগঠন কোয়াব) মিলে সংবাদ সম্মেলন ডেকেছি। সংবাদ সম্মেলন ভার্চুয়াল মাধ্যমে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার সংযুক্ত থাকতে সম্মতি দিয়েছেন।’ আইএসপিএবি সভাপতি জানান, সংবাদ সম্মেলনে আমরা পরবর্তী করণীয় বা সিদ্ধান্ত ঘোষণা করবো।