প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিটো রহমান বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে সম্পূর্ণ অর্গানিক গরু আমরা সংগ্রহ করছি। যারা বুকিং দিচ্ছেন, ঈদের দু’দিন আগে তাদের বাসায় গরু পৌঁছে দেওয়া হবে। গ্রাহকদের সুবিধার্থে দেশীগরুবিডি ডট কমে গরুর দামের ৫০ ভাগ অগ্রীম দিয়ে বুকিং দিলে গরু ডেলিভারি দেওয়ার সময় অবশিষ্ট টাকা দিয়ে গরু বুঝে নিতে পারবেন।
তিনি দাবি করেন, আমরাই দেশের একমাত্র অনলাইন প্ল্যাটফর্ম যেখানে সবচেয়ে বেশি দেশি গরু থাকছে যাতে গ্রাহক তার সাধ আর সাধ্যের মধ্যে কিনতে পারেন। আরও বিস্তারিত জানা যাবে ০১৭৮৪৪৪৪৬৬৩৩ এই নম্বরে ফোন করে।
-বিজ্ঞপ্তি