জুনিয়র ডেভিস কাপ

গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও লন টেনিস অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়ার ব্যবস্থাপনায় মালয়েশিয়ার কুচিং এ ‘২০২৫ ডেভিস কাপ জুনিয়র’ টেনিস প্রতিযোগিতায় গ্রুপ পর্বের দ্বিতীয় খেলায় বাংলাদেশ দল ২-১ সেটে গুয়ামকে হারিয়েছে। 

প্রথম খেলায় বাংলাদেশ ২-১ সেটে প্যাসিফিক ওশানিয়াকে হারিয়েছিল। ফলে গ্রুপ পর্যায়ে দুটি দলকে হারিয়ে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।  

দ্বিতীয় খেলায় প্রথম এককে বাংলাদেশের মো. রাজিব হোসেন ৬-১, ৬-১ গেমে গুয়ামের জেকভ শিয়াওকে হারান। দ্বিতীয় এককে বাংলাদেশের কাব্য গায়েন ২-৬, ১-৬ গেমে গুয়ামের জুনহিক সিওর কাছে হেরে যান। ফলে ১-১ সেটে খেলায় সমতা ফিরে আসে। দ্বৈতের খেলায় বাংলাদেশের কাব্য ও তুষার জুটি ৬-২, ৬-৪ গেমে গুয়ামের জুনহিক সিও ও ক্যামেলিও চ্যাং জুটিকে হারায়। ফলে বাংলাদেশ দল ২-১ সেটে গুয়ামকে পরাজিত করলো।