মালয়েশিয়ার ডেভিস কাপে বাংলাদেশ 

মালয়েশিয়ার কুচিংয়ে ১-৯ মার্চ এশিয়া/ওশানিয়া প্রি-কোয়ালিফাইং বিলি জিন কিং কাপ জুনিয়রস টেনিস প্রতিযোগিতা হবে। এতে অংশ নেবে বাংলাদেশ দল। 

এছাড়া প্রতিযোগিতায় স্বাগতিক মালয়েশিয়াসহ বাহরাইন, কম্বোডিয়া, গুয়াম, হংকং-চায়না, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, কিরগিজস্তান, লাওস, লেবানন, ম্যাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, ওমান, ফিলিপাইনস, কাতার, সৌদি আরব, সিরিয়া, তুর্কমেনিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম ও ইয়েমেন অংশ নিচ্ছে। 

অনূর্ধ্ব-১৬ বছর বয়সীদের নিয়ে গড়া আসরে বাংলাদেশ দল আজ রওনা হচ্ছে। 

খেলোয়াড়রা হলেন: সুমাইয়া আক্তার, হুমায়রা হায়দার জারা ও ইয়ানা কোরেইশী চৌধুরী এবং 
ক্যাপ্টেন: রাজনিতা চৌধুরী।