জাতীয় টেনিসে সেরা জারিফ-সুমাইয়া

জাতীয় টেনিস চ্যাম্পিয়নশিপে আজ শুক্রবার পুরুষ এককের ফাইনালে সেনানিবাস অফিসার্স টেনিস ক্লাবের জারিফ আবরার ৬-১, ৬-৩ গেমে বিকেএসপির মাহাদ বিন মালেককে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। 

এছাড়া রমনা টেনিস কমপ্লেক্সে পুরুষ দ্বৈতের ফাইনালে আমেরিকান ক্লাবের মো. রুস্তম আলী ও মিলন হোসেন ৭-৬, ৬-৪ গেমে জারিফ আবরার ও মো. সায়েম জুটিকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে। 

এছাড়া মহিলা এককের ফাইনালে ঝালকাঠি টেনিস ক্লাবের সুমাইয়া আক্তার ৬-০, ৬-৪ গেমে বিকেএসপির সুবর্না খাতুনকে হারিয়ে শিরোপা জিতেছেন। বিকালে মহিলা দ্বৈতের খেলায় বিকেএসপির সুবর্না খাতুন ও জান্নাতুন ফেরদৌস জুটি ৫-৭, ৭-৫, ১০-৭ গেমে ঝালকাঠি টেনিস ক্লাবের সুমাইয়া আক্তার ও সুস্মিতা সেন জুটিকে হারায়।