সাবালেঙ্কার হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভেঙে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন কিস

টানা দুইবার মেলবোর্ন পার্কে শিরোপা উঁচিয়ে ধরা আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে দিলেন ম্যাডিসন কিস। শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের নতুন চ্যাম্পিয়ন হলেন এই আমেরিকান। এই শতাব্দিতে প্রথম খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হতে পারলেন না সাবালেঙ্কা।

কিস চতুর্থ বয়স্ক খেলোয়াড় হিসেবে প্রথম গ্র‍্যান্ড স্লাম জিতলেন। ৬-৩, ২-৬, ৭-৫ গেমে ফাইনালে জয় পেলেন ২৯ বছর বয়সী।

এক নম্বর র‍্যাঙ্কিংধারী সাবালেঙ্কাকে হারিয়ে দারুণ এক কীর্তি গড়েছেন কিস। গত বৃহস্পতিবার সেমিফাইনালে দুই নম্বর র‍্যাঙ্কিংধারী ইগা শিয়াটেককে  হারিয়েছিলেন তিনি। সবশেষ ২০০৫ সালে মেলবোর্ন পার্কে শীর্ষ দুই র‍্যাঙ্কিংধারীকে পরাস্ত করেন সেরেনা উইলিয়ামস।

১৪তম র‍্যাঙ্কিংয়ে থাকা কিস ১৯তম বাছাই হিসেবে খেলেছেন। ২০১৭ সালের ইউএস ওপেনে রানারআপ হওয়া এই আমেরিকান দ্বিতীয়বার মেজরের ফাইনালে উঠে ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করলেন।