ফাইনালে জভেরেভের মুখোমুখি সিনার

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে বেন শেল্টনকে ৭-৬ (৭/২), ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন। আগামী রবিবার ফাইনালে তার প্রতিপক্ষ আলেক্সান্ডার জভেরেভ।

প্রথম সেমিফাইনালে নোভাক জোকোভিচ চোটের কারণে সরে দাঁড়ালে জভেরেভ শিরোপার লড়াই নিশ্চিত করেন। জার্মান দ্বিতীয় বাছাইকে শিরোপা পেতে শীর্ষ র‌্যাঙ্কিংধারী ইতালিয়ানের বিপক্ষে জিততে হবে।

ওপেনিং সেটে দুটি সেট পয়েন্ট বাঁচিয়ে টাইব্রেকে নেন সিনার। তারপর আর পেছনে ফিরতে হয়নি। সিনার ২ ঘণ্টা ৩৬ মিনিট শেষে বিজয়ের হাসি হাসেন।

জভেরেভ এর আগে দুইবার গ্র্যান্ড স্লামে রানার্সআপ হয়েছেন। গত বছর ফ্রেঞ্চ ওপেন ও ২০২০ সালের ইউএস ওপেনের আক্ষেপ এবার ঘুচানোর পালা এই জার্মানের।