টেনিসে সেমিফাইনাল থেকে কাব্যর বিদায়

আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশিপসে ফাইনালে ওঠা হলো না কাব্য গায়েনের।

আন্তর্জতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে শ্রীলঙ্কা টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় কলম্বোতে সেমিফাইনালে বাংলাদেশের কাব্য ২-৬, ২-৬ গেমে সিঙ্গাপুরের পাক নিকোলাস মিংয়ের নিকট পরাজিত হয়।

আগামীকাল সকল ইভেন্টের ফাইনাল খেলা এবং চূড়ান্ত স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হবে।