একপেশে ম্যাচে বিধ্বস্ত রাদুকানু, সিওনতেকের কড়া বার্তা

পাঁচবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হলেও অস্ট্রেলিয়ান ওপেনে কখনও সেমিফাইনাল পার হতে পারেননি ইগা সিওনতেক। সেই লক্ষ্যে তৃতীয় রাউন্ডে ব্রিটেনের এমা রাদুকানুকে একপেশে ম্যাচে বিধ্বস্ত করেছেন। 

২২ বছর বয়সীর রাদুকানুর ক্যারিয়ারের এটা অন্যতম বাজে হারের নজির। এবারই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড খেলতে নামা রাদুকানু স্কোরলাইনে একটি গেম রাখতে পেরেছেন। ক্যারিয়ারে এমনটা ঘটেছে দ্বিতীয়বার! ১ ঘণ্টার ১০ মিনিটের লড়াইয়ে হেরেছেন ৬-০, ৬-১ গেমে। 

অপ্রতিরোধ্য পারফরম্যান্সে সিনওতেক কড়া বার্তাই দিয়েছেন বাকি শিরোপা প্রত্যাশীদের। ২৩ বছর বয়সী এই পোলিশ তারকা শুরুর তিন ম্যাচ জিতেছেন সরাসরি সেটে। একটি সার্ভিস গেমও হারাননি! নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমি খেলাটা উপভোগ করছি। নিজেকে অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে, পরে অনুধাবন করেছি হয়তো আরও এগিয়ে যেতে পারবো।’