বিকেএসপিতে চীনের তাই চি সেন্টারের উদ্বোধন

বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে সামনে রেখে আজ সোমবার বিকেএসপিতে চীনের জনপ্রিয় খেলা তাই চি সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে। 

চীনের ইউননান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ওয়াং চি লিয়াং ও বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম উশু তাই চি সেন্টারের নামফলক  উদ্বোধন করেন। বিকেএসপি-ইউননান মিনজু বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তির আওতায় ক্রীড়া ও শিক্ষা বিনিময়ের ক্ষেত্রে ইউননান মিনজু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিকেএসপিতে তাই চি সেন্টার খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। 

উদ্বোধন শেষে ২২ সদস্যের চীনা প্রতিনিধি দলটি বিকেএসপির উশু প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় এক ডিসপ্লে উপভোগ করেন। বিকেএসপির অডিও ভিজ্যুয়াল সেন্টারে প্রতিনিধি দলের সৌজন্যে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 
মহাপরিচালক প্রতিনিধি দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মারক উপহার সামগ্রী বিনিময় করা হয়। প্রতিনিধি দলটি সবশেষে  বিকেএসপিতে বিদ্যমান সকল ক্রীড়া স্থাপনা বিশেষ করে ক্রিকেটের ইনডোর ও ক্রিকেট ফিল্ড ঘুরে দেখেন এবং বিকেএসপিতে খেলাধুলার অবকাঠামোগত সুযোগ-সুবিধা বিদ্যমান থাকায় সন্তোষ প্রকাশ করেন। 

প্রতিনিধি দলটি বিকেএসপি কর্তৃক ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ে একটি ক্রিকেট প্রশিক্ষণ সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল ধরনের প্রশিক্ষণ কার্যক্রম, অবকাঠামোগত ও কারিগরী সহযোগিতা দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং আগামী মে-জুন মাসে ইউননান মিনজু বিশ্ববিদ্যালয়েও একটি ক্রিকেট সেন্টার উদ্বোধন হলে বিকেএসপি কর্তৃক ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ চীন সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হবে। 

বিকেএসপি গ্রাউন্ডসম্যান কর্তৃক ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হবে পিচ ও ক্রিকেট খেলার মাঠ। একই সঙ্গে বিকেএসপির ক্রিকেট কোচরা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে প্রশিক্ষণ প্রদান করবেন।