হাঙ্গেরির বুদাপেস্টে ফারগো ইভান স্মৃতি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ইন্টারন্যাশনাল মাস্টার নর্ম অর্জন করেছেন। আজ রবিবার শেষ রাউন্ডে কালো ঘুঁটি নিয়ে তিনি হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার গ্রেগলিকে হারান। টুর্নামেন্টে ১০ রাউন্ডে ছয় জয়ে তার পজিশন হয়েছে দ্বিতীয়।
গ্র্যান্ডমাস্টার হওয়ার আগের ধাপ আন্তর্জাতিক মাস্টার। এজন্য তিনটি আইএম নর্ম ও ২৪০০ রেটিং প্রয়োজন। তাহসিনের দুটি আইএম নর্ম ছিল। হাঙ্গেরিতে আজ শেষ নর্ম পেয়েছেন। তিন নর্ম পেলেও আন্তর্জাতিক মাস্টার খেতাব পেতে তাহসিনকে আরও অপেক্ষা করতে হবে। তার রেটিং এখন ২৩৫৪। ২৪০০ রেটিং স্পর্শ করলেই তিনি আইএম টাইটেল পাবেন।
এর আগে তাহসিন আন্তর্জাতিক মাস্টারের প্রথম নর্ম অর্জন করেছিলেন ২০২৩ সালে এশিয়ান জোনাল দাবায়। ওই বছর মার্চে শ্রীলঙ্কায় এশিয়ান জোনাল দাবায় দ্বিতীয় নর্মের পর আজ হাঙ্গেরিতে প্রয়োজনীয় তৃতীয় নর্ম এলো।