ভুটানে বাংলাদেশের উৎসবের সাফল্য

ভুটানে চার জাতির আন্তর্জাতিক বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের উৎসব আহমেদ। থিম্পুতে অনুষ্ঠিত ব্যান্টনওয়েট ক্যাটাগরিতে ৫৪ কেজির ফাইনালে নেপালের চন্দ্র থাপাকে হারিয়েছেন বাংলাদেশ আনসারের এই বক্সার।

এর আগে গ্রুপ পর্বে উৎসব হারান স্বাগতিকদের ফোনসু কারমাকে। এছাড়া টুর্নামেন্টে আরও তিনটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। ৬৩ কেজিতে সেনাবাহিনীর হোসেন আলী, ৪৮ কেজিতে একই বাহিনীর জান্নাতুল ফেরদৌস এবং ৫০ কেজিতে সেনাবাহিনীর কায়মা খাতুন একটি করে ব্রোঞ্জ পদক জেতেন। 

স্বর্ণপদক জিতে উৎসবের দৃষ্টি আরও প্রসারিত, ‘অ্যামেচার বক্সিংয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে এটা আমার প্রথম সোনা জয়। এখন আমার লক্ষ্য পাকিস্তান এসএ গেমসে সোনা জয়। সেরকম অনুশীলন ও সুযোগ-সুবিধা পেলে ইনশাআল্লাহ দেশকে স্বর্ণপদক এনে দিতে পারবো।’