প্রায় দেড় মাস আগে ভারতের প্রো কাবাডিতে নিলামে নাম উঠে বাংলাদেশের সেরা রেইডার মিজানুর রহমানের। অবশেষে নানান জটিলতা পেরিয়ে ভিসা পেয়ে বুধবার ভারতে খেলতে যাচ্ছেন তিনি।
গত মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত নিলামে মিজানুরকে দাবাং দিল্লি কেসি কিনে নেয়। ১৩ লাখ টাকায় বাংলাদেশের রেইডার সেখানে খেলার সুযোগ পান। যদিও বাংলাদেশ থেকে ৮ জন খেলোয়াড় নিলামে ছিলেন। শুধু মিজানুর দল পেয়েছেন, বাকিরা সুযোগ পাননি।
১৮ অক্টোবর প্রো কাবাডি লিগ শুরু হয়েছে। দুটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হওয়া মিজানুর দেরিতে হলেও খেলার সুযোগ পেয়ে বেশ আশাবাদী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রথমবারের মতো ভারতের প্রো কাবাডি লিগে সুযোগ পেয়ে অনেক ভালো লাগছে। এখন আমি ভিসা পেয়েছি। বুধবার সেখানে যাবো। আশা করছি দলের সঙ্গে যোগ দিয়ে ভালো কিছু করার চেষ্টা করবো। সবাই আমার জন্য দোয়া করবেন।’