এক রাউন্ড আগেই জিয়া-সাকলাইনের পুলিশ চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে বাংলাদেশ পুলিশ চ্যাম্পিয়ন হয়েছে। পুলিশ ৯ খেলায় ১৭ ম্যাচ পয়েন্ট নিয়ে এক রাউন্ড আগেই শিরোপা নিশ্চিত করেছে।

দশম রাউন্ডের খেলায় পুলিশ ৩-১ গেম পয়েন্টে হারায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে। পুলিশের হয়ে গ্র্যান্ডমাস্টার অভিমানু পৌরনিক, গ্র্যান্ডমাস্টার তের-শাহাকিয়ান সামভেল ও ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ যথাক্রমে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের মো. মঞ্জুর আলম, আলেখ্য মুখোপাধ্যায় ও তাশরিক সায়হান শানকে হারায়।

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের অঙ্কিত রায় যথাক্রমে বাংলাদেশ পুলিশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সঙ্গে ড্র করেন।

বাংলাদেশ বিমান ৯ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ৯ খেলায় ১৩ পয়েন্ট করে নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংক ও তিতাস ক্লাব যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন।