নারীদের হকিতে বিকেএসপি প্রায় সারা বছর অনুশীলন করে থাকে। যেখানে অন্য কেউ সেভাবে অনুশীলন করে থাকে না। তাই শুরু থেকে নারীদের ডেভলপমেন্ট হকিতে ফেভারিট ছিল বিকেএসপি। আজ শনিবার ফাইনালে অনুমিতভাবে চ্যাম্পিয়ন হয়েছে খেলোয়াড় তৈরির সংস্থাটি।
শনিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে ফাইনালে বিকেএসপি ৮-০ গোলে কিশোরগঞ্জকে হারিয়ে শিরোপা উৎসব করেছে। গ্রুপ পর্বের চেয়ে ৭ গোল কম খেয়েছে জেলা দলটি।
ফাইনালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হকি ফেডারেশনের সভাপতি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। উপস্থিত ছিলেন স্পন্সর ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান ও হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অবঃ) রিয়াজুল হাসান।