২০১৯ সালে জাতীয় নারী ও পুরুষ হকি দলের ক্যাম্প হয়েছিল। সেখানে সোহানুর রহমান সবুজের ভালো লেগে যায় নারী দলের অন্যতম খেলোয়াড় তাসনিম আক্তার মিমকে। তখন থেকে পরিচয়, এরপর ভালো লাগা থেকে এবার বিয়ের পিঁড়িতে দুজন। ৫ বছরের ভালোলাগাকে পরিণয়ে পরিণত করেছেন তারা।
সবুজ সাত বছর ধরে জাতীয় দলে খেলছেন। টানা দুই লিগে তো সর্বোচ্চ গোলদাতা। চাকরি করছেন বিমানবাহিনীতে। মিম অবশ্য কোথাও চাকরি করছেন না। জুনিয়র দলে খেললেও এখনও সিনিয়রে অভিষেক হয়নি। বিকেএসপিতে বিবাহোত্তর সংবর্ধনাও হয়েছে।
বিয়ের পরও খেলা চালিয়ে যাবেন ঠাকুরগাঁওয়ের মেয়ে মিম, এমনটি আভাস দিয়েছেন পাবনার ছেলে সবুজ। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘২০১৯ সালে ক্যাম্প চলছিল। দুই দলেরই। তখনই মিমের সঙ্গে দেখা। তারপর ফেসবুকে টুকটাক কথা শুরু। এক ফাঁকে আমি আগে তাকে বলেছিলাম ভালোলাগার কথা। তখনই সে কোনও উত্তর দেয়নি। অনেক দিন পর হ্যাঁ বলেছে। এখন আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। তবে ও হকি খেলে যাবে। যদি সিনিয়র দল গড়া হয়, সুযোগ পেলে খেলবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’