প্রতিদ্বন্দ্বিতা গড়েও থাইদের কাছে হারলো বাংলাদেশ

আগের দুই ম্যাচে শক্তিধর চীন ও ভারতের কাছে বড় ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। নারীদের জুনিয়র এশিয়া কাপে আজ গ্রুপের তৃতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়েও হার এড়াতে পারেনি। থাইল্যান্ডের কাছে হেরেছে ২-১ গোলে।

মঙ্গলবার ওমানের মাসকটে ম্যাচের তিন মিনিটের সময় নো কিউ সুদারাত পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে থাইদের এগিয়ে নেন।

১২ মিনিটে বাংলাদেশ সমতায় ফেরে। নাদিরা ইমা আক্রমণ থেকে গোল করে স্কোরলাইন ১-১ করেন।

৩১ মিনিটে থাইল্যান্ড আবারও এগিয়ে যায়। আক্রমণ থেকে নো কিউ সুদারাত গোল করে বাংলাদেশকে ব্যাকফুটে ফেলে দেন।

বাকি সময় বাংলাদেশ চেষ্টা করেও হার এড়াতে পারেনি। লাল-সবুজ দলের অধিনায়ক অর্পিতা পাল সেরা উদীয়মান তারকা বিবেচিত হন এই ম্যাচে।