প্রথমবারের মতো বাবা হওয়া অনুভূতি জিমির কাছে অন্যরকম, ‘আসলে এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। দুপুরে সুসংবাদটি পেয়েছি। আমাদের পরিবারের সবাই অনেক খুশি।’
নবজাতক সন্তানের নাম এখনও ঠিক করা হয়নি। পরিবারের অন্যদের সঙ্গে কথা বলে মেয়ের নাম রাখতে চাইছেন জিমি, ‘মা ও মেয়েকে আপাতত কয়েক দন হাসপাতালে থাকতে হবে। এর মধ্যেই হয়তো সবাই মিলে নামও ঠিক করে ফেলতে পারবো।’