ব্রাজিলের কোচ হওয়ার পথে আনচেলত্তি

গুঞ্জনটা চলমান ছিল বেশ কয়েকদিন ধরেই। ব্রাজিলে কোচ হয়ে ফেরার জন্য আলোচনা চলছে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির। স্প্যানিশ মিডিয়াগুলো দাবি করছে, কোচ হওয়ার পথে আলোচনা এরই মধ্যে সেরে ফেলেছেন তিনি। মৌখিকভাবে সম্মতিও দিয়ে ফেলেছেন।

রিয়াল মাদ্রিদ চ্যাাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর পরই আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে শুরু হয় আলোচনা। অথচ চুক্তি অনুযায়ী আরও এক বছর থাকার কথা এই অভিজ্ঞ ইতালিয়ান কোচের। সর্বশেষ কোপা দেল রেতে পরাজয়ের পর শোনা যাচ্ছে বিদায়টা আসন্ন। আনচেলত্তি নিজেও সেই কথা গোপন করেননি। 

স্প্যানিশ মিডিয়াগুলোর দাবি, জুনে ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ের আগে দায়িত্ব গ্রহণ করবেন আনচেলত্তি। সেটা ঘটবে ক্লাব বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে। 

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বাছাই পর্বে ঠিক স্বস্তিতে নেই। মার্চে আর্জেন্টিনার কাছে দলটির ৪-১ গোলে পরাজয়ের পর দরিভাল জুনিয়রকে বরখাস্ত করে তারা। পয়েন্ট টেবিলে এখন তারা চতুর্থস্থানে অবস্থান করছে। তার পর থেকেই হেড কোচ নেই সেলেসাওদের।   

ইএসপিএন জানিয়েছে, এখনও আনুষ্ঠানিক কোনও চুক্তি হয়নি। তবে সাম্প্রতিক আলোচনায় ব্যাপারটা সম্ভাবনার দিকেই এগিয়ে যাচ্ছে। 

আনচেলত্তি রিয়াল মাদ্রিদের ইতিহাসে অন্যতম সফল কোচদের একজন। জিতেছেন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, দুই মেয়াদে জিতেছেন দুটি লা লিগা শিরোপা। তবে চলতি মৌসুমটা ছিল হতাশার।