উপভোগের মন্ত্রে রিয়ালের বিপক্ষে লড়বে বার্সা

মৌসুমে আগের দুই সাক্ষাতে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। আজ শনিবার হারাতে পারলে ট্রেবল জয়ের পথে দ্বিতীয় লক্ষ্য পূরণ হবে তাদের। জানুয়ারিতে রিয়ালকে হারিয়েই তারা জিতেছে স্প্যানিশ সুপার কাপ। একই প্রতিপক্ষ হওয়ায় চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইটা উপভোগ করতে বলেছেন বার্সা কোচ হানসি ফ্লিক। 

এই মৌসুমের দুই এল ক্লাসিকোতে বার্সার কাছে পাত্তা পায়নি রিয়াল। লা লিগায় গত অক্টোবরে বার্সা জিতেছে ৪-০ গোলে। তার পর সৌদি আরবে সুপার কাপের ফাইনালে বিধ্বস্ত হয়েছে ৫-২ গোলে। তার পরও অবশ্য নিজেদের ফেভারিট হিসেবে দেখতে নারাজ বার্সা কোচ। তার মতে, ‘আমাদের দলটা ভীষণ তরুণ, তাই উপভোগ করে খেলা উচিত। বিশ্বের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে এই ফাইনাল খেলা মানে দারুণ অভিজ্ঞতা।’

ফ্লিক মনে করেন ফাইনাল ম্যাচ একেবারেই ভিন্ন, ‘ফাইনাল মানেই ভিন্ন ব্যাপার। এখানে ফেভারিট কোনও বিষয় না। আমরা শিরোপার জন্য লড়াই করতে চাই।’

লস ব্লাঙ্কোসরা এই মৌসুমে ভীষণ সংগ্রাম করছে। গতবার চ্যাম্পিয়ন হলেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে এবার ছিটকে গেছে কোয়ার্টার ফাইনালে। লা লিগাতেও শীর্ষে থাকা বার্সার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে। 

ফ্লিকের বার্সার দারুণ ছন্দের পেছনে রয়েছেন ১৭ বছর বয়সী উইঙ্গার লামিনে ইয়ামাল। তরুণ তুর্কিদের মধ্যে আরও রয়েছেন পাউ কুরবাসি, গাভি ও পেদ্রিরা। তাদের নিয়ে অধিনায়ক রোনাল্ড আরাউহোর মন্তব্য, ‘আমি বিস্মিত তাদের অবিশ্বাস্য এই মানসিকতায়। মনে হচ্ছে না কাল ফাইনাল খেলছি, কারণ এই ম্যাচকে সামনে রেখেও ওরা ভীষণ শান্ত। লা মাসিয়ার এই ছেলেরা আমাকে ভীষণ বিস্মিত করেছে। তাদের মনে কোনও ভয় নেই।’