শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন

জার্মান বুন্দেসলিগায় হেইডেনহেইমকে ৪-০ গোলে হারিয়ে শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন মিউনিখ। 

টেবিলে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে জার্মান জায়ান্টরা। দুইয়ে থাকা বায়ার লেভারকুসেনের চেয়ে এগিয়ে ৯ পয়েন্টে। 

৩৬ মিনিটে তিন গোলে এগিয়ে যায় বায়ার্ন। ১২ মিনিটে শুরুর গোল করেন হ্যারি কেইন। তার পর ১৯ মিনিটে কনরাড লাইমার ও ৩৬ মিনিটে কিংসলে কোম্যান করেন তৃতীয় গোল। বিরতির পর ৫৬ মিনিটে ব্যবধান ৪-০ করেন জশুয়া কিমিচ।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ খেলার আরও কাছে চলে এসেছে ম্যানচেস্টার সিটি। তারা শেষ দিকে দুই গোলে এভারটনকে ২-০ ব্যবধানে হারিয়েছে। দীর্ঘ সময় ব্যবধানে হেরফের করতে না পারা সিটির হয়ে ৮৪ মিনিটে প্রথম গোলটি করেছেন নিকো ও’রেইলি। ৯০+২ মিনিটে শেষ গোলটি করেছেন কোভাচিচ। 

এই জয়ে ৩৩ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চারে উঠেছে সিটি। ছয়ে থাকা চেলসির চেয়ে তারা এগিয়ে ৪ পয়েন্টে। পয়েন্ট টেবিল থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে শীর্ষে থাকা ৫টি দল।